লালমনিরহাটে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৩ অপরাহ্ন, ৮ই জুন ২০২৪
স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক প্রতিপাদ্যে লালমনিরহাটে উদ্বোধন হয়েছে ভূমি সেবা সপ্তাহ।
শনিবার (৮ জুন) দুপুরে লালমনিরহাট সদর উপজেলা ভূমি অফিস চত্বরে ভূমি সেবা সপ্তাহ ২০২৪ এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ উল্লাহ এ সময় আর ও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব টি এম এ মমিন, সহকারি কমিশনার ভূমি এবি এম আরিফুল হক, বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অব:) আজিজুল হক বীর প্রতীক সহ উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা বৃন্দ।
আরও পড়ুন: শপথ নিলেন রাজারহাট উপজেলার নব-নির্বাচিতরা
এরপরে জেলা প্রশাসক রাজস্ব এ টি এম মমিন এর সভাপতিত্বে আলোচনা সভায় দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অব:) আজিজুল হক বীর প্রতীক, পৌর মেয়র রেজাউল করিম স্বপন, জেলা প্রশাসক মোহাম্মদ উল্লাহ।আলোচনায় বক্তারা ভূমি সেবা সপ্তাহের গুরুত্ব তুলে ধরেন এবং সবাইকে ভূমি সেবা নিতে বলেন এবং যেকোন প্রয়োজনে ১৬১২২ নম্বরে কল করে সহযোগিতা নেওয়া যাবে বলে জানান।
ভূমি সেবা সপ্তাহ ২০২৪,৮ ই জুন থেকে ১৫ ই জুন পর্যন্ত সেবা গ্রহীতাদের সেবা প্রদান করবে।
এমএল/