Logo

নিয়ম না মানায় সদরঘাটে ২ লঞ্চকে জরিমানা

profile picture
জনবাণী ডেস্ক
১৫ জুন, ২০২৪, ২৩:২৮
44Shares
নিয়ম না মানায় সদরঘাটে ২ লঞ্চকে জরিমানা
ছবি: সংগৃহীত

সকালের দিকে সদরঘাটে যাত্রীদের উল্লেখযোগ্য কোনো ভিড় ছিল না

বিজ্ঞাপন

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) রাজধানীর সদরঘাটে সিঁড়িতে রেলিং না দেওয়ায় ও নিয়ম না মেনে পল্টুনে ভেড়ানোর চেষ্টা করায় দুটি লঞ্চকে জরিমানা করেছে।

শনিবার (১৫ জুন) সকালে এ জরিমানা করা হয়েছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএর উপপরিচালক এহতেশামুল পারভেজ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি বলেন, বিআইডব্লিউটিএর নির্বাহী ম্যাজিষ্ট্রেট ঢাকা নদী বন্দরে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় এমভি গ্লোরী অব শ্রীনগর-৭ লঞ্চটির সিঁড়িতে রেলিং না দেওয়ায় ৩ হাজার টাকা এবং এমভি জামাল-৯ লঞ্চটি নিয়ম না মেনে বার্দিং করার চেষ্টা করলে এক হাজার টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনার সময় নৌ-পুলিশ, আনসার ও বিআইডব্লিউটিএর কর্মকর্তা-কর্মচারীরা সার্বিক সহযোগিতা করেন।

এ সময় নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্মসচিব মুন্সী মো. মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, সকালের দিকে সদরঘাটে যাত্রীদের উল্লেখযোগ্য কোনো ভিড় ছিল না। বিকেলে যাত্রী সাধারণের চাপ বাড়তে পারে। আমরা সদরঘাটে কিছু অনিয়ম পেয়েছি। এজন্য দুটি লঞ্চকে জরিমানা করা হয়েছে।

বিজ্ঞাপন

এমএল/ 

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD