হজে ৫৪ বাংলাদেশির প্রাণহানি, দেশে ফিরেছেন ২৮ হাজার ৯৪১ হাজি


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১:২০ অপরাহ্ন, ২৯শে জুন ২০২৪


হজে ৫৪ বাংলাদেশির প্রাণহানি, দেশে ফিরেছেন ২৮ হাজার ৯৪১ হাজি
ছবি: সংগৃহীত

এ বছর পবিত্র হজ পালন করতে গিয়ে ৫৪ বাংলাদেশির প্রাণহানি। এর মধ্যে পুরুষ ৪১ এবং নারী ১৩ জন। নিহতদের মধ্যে মক্কায় ৪৩ জন, মদিনায় ৪ জন, মিনায় ৬ জন ও জেদ্দায় একজন মারা গেছেন। সৌদিতে আইন অনুযায়ী মারা যাওয়া ব্যক্তিদের সে দেশে দাফন করা হচ্ছে।


শনিবার (২৯ জুন) হজ পোর্টালের সবশেষ বুলেটিনে এসব তথ্য জানানো হয়।


আরও পড়ুন: জুনে প্রচণ্ড গরমে ভুগেছে বাংলাদেশের ১৭ কোটি মানুষ


এদিন ভোর রাতে দেওয়া বুলেটিনে বলা হয়েছে, পবিত্র হজ পালন শেষে এখন পর্যন্ত ২৮ হাজার ৯৪১ জন হাজি দেশে ফিরেছেন। সৌদি থেকে ৭৪টি ফ্লাইটে এসব হাজি বাংলাদেশে এসেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ২৩টি, সৌদি এয়ারলাইন্স ৩০টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২১টি ফ্লাইট পরিচালনা করে।


আরও পড়ুন: চিকিৎসক হতে চাওয়া সেই কারিমার দায়িত্ব নিলেন আইনমন্ত্রী


হজ শেষে গেল ২০ জুন থেকে দেশে ফেরার ফ্লাইট শুরু হয়। ওইদিন বাংলাদেশ বিমানের প্রথম ফিরতি ফ্লাইট ৪১৭ হাজি নিয়ে শাহজালালে অবতরণ করে। আগামী ২২ জুলাই পর্যন্ত হাজিদের ফিরতি ফ্লাইট অব্যাহত থাকবে।


জেবি/এসবি