Logo

জুনে প্রচণ্ড গরমে ভুগেছে বাংলাদেশের ১৭ কোটি মানুষ

profile picture
জনবাণী ডেস্ক
২৯ জুন, ২০২৪, ২১:২৩
56Shares
জুনে প্রচণ্ড গরমে ভুগেছে বাংলাদেশের ১৭ কোটি মানুষ
ছবি: সংগৃহীত

তীব্র গরমের মুখে পড়েছিল বিশ্বের মোট জনসংখ্যার ৬০ শতাংশ।

বিজ্ঞাপন

এ বছরের জুন মাসের ৯ দিন প্রচণ্ড গরমে ভুগেছে বাংলাদেশের ১৭ কোটিরও বেশি মানুষ। সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা ‘ক্লাইমেট চেঞ্জ’-এর কয়েকজন বিজ্ঞানীর বিশ্লেষণে এমন তথ্য সামনে এসেছে।

সংস্থাটি জানায় , জলবায়ু পরিবর্তনের কারণে অসহনীয় গরম পড়েছে। এই গরমে চলতি বছরের জুন মাসে বিশ্বের ৫০০ কোটিরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। যার মধ্যে ভারতের ৬১ কোটি ৯০ লাখ, চীনের ৫৭ কোটি ৯০ লাখ, ইন্দোনেশিয়ার ২৩ কোটি ১০ লাখ, নাইজেরিয়ার ২০ কোটি ৬০ লাখ, ব্রাজিলের ১৭ কোটি ৬০ লাখ, বাংলাদেশের ১৭ কোটি ১০ লাখ, যুক্তরাষ্ট্রের ১৬ কোটি ৫০ লাখ, ইউরোপে ১৫ কোটি ২০ লাখ, মেক্সিকোতে ১২ কোটি ৩০ লাখ, ইথিওপিয়ায় ১২ কোটি ১০ লাখ এবং মিসরে ১০ কোটি ৩০ লাখ মানুষ অসহনীয় গরমে কষ্ট পেয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ক্লাইমেট চেঞ্জ আরও বলেছে, তীব্র গরমের মুখে পড়েছিল বিশ্বের মোট জনসংখ্যার ৬০ শতাংশ। জলবায়ু পরিবর্তনের কারণে ১৬ জুন থেকে ২৪ জুন পর্যন্ত এ অস্বাভাবিক তাপমাত্রা অন্তত ৩ বার পরিলক্ষিত হয়েছিল।

বিজ্ঞাপন

ক্লাইমেট সেন্ট্রাল নামের অন্য একটি সংস্থার প্রধান পোগ্রাম অফিসার অ্যান্ড্রু পার্সিং বলেছেন, “গত ১০০ বছর ধরে কয়লা, তেল ও প্রাকৃতিক গ্যাস পোড়ানোর কারণে আরও বেশি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে বিশ্ব।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “এ বছর গ্রীষ্মে যে তাপপ্রবাহ দেখা গেছে এটি অপ্রাকৃতিক বিপর্যয়।”

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD