স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে বামা’র প্রতিনিধিদলের সাক্ষাৎ


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬:৫১ অপরাহ্ন, ৩রা জুলাই ২০২৫


স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে বামা’র প্রতিনিধিদলের সাক্ষাৎ
ছবি: প্রতিনিধি

স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সঙ্গে ইউনানী আয়ুর্বেদিক হারবাল ও হোমিওপ্যাথিক সেক্টরের দীর্ঘদিনের পুঞ্জিভূত সমস্যা ও সংকট তুলে ধরে আশু সমাধানকল্পে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিসিন ম্যানুফ্যাকচারার্স এ্যাসোসিয়েশন বামা’র প্রেসিডেন্ট ও বাংলাদেশ ইউনানী মেডিকেল এ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া’র নেতৃত্বে একটি প্রতিনিধি দল। 


আরও পড়ুন: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের ফায়ার সার্ভিস সদর দপ্তর পরিদর্শন


এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বোর্ড অব ইউনানী আয়ুর্বেদিক সিস্টেমস্ অব মেসিডিন এর চেয়ারম্যান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব মিসেস মল্লিকা খাতুন । 


প্রতিনিধি দলের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিসিন ম্যানুফ্যাকচারার্স এ্যাসোসিয়েশন বামা’র সাধারণ সম্পাদক ডা. মিজানুর রহমান, হাকীম হাবিবুর রহমান ইউনানী মেডিকেল কলেজের অধ্যক্ষ আ.খ. মাহবুবুর রহমান সাকী, হামদর্দ বাংলাদেশের পরিচালক তথ্য ও গণসংযোগ আমিরুল মোমেনীন মানিক, পরিচালক হামদর্দ ফাউন্ডেশন বাংলাদেশ ব্রি.জে.(অব.) মাহবুব আনোয়ার ও হামদর্দ বাংলাদেশের আইন উপদেষ্টা, সাবেক সিনিয়র জেলা জজ মোহাম্মদ কাওসার ।


এ সময় ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া বিকল্প চিকিৎসা ব্যবস্থার জন্য স্বতন্ত্র কাউন্সিল গঠন, বেসরকারী বিশ্ববিদ্যালয়ে ইউনানী আয়ুর্বেদিক ফ্যাকাল্টি পুনর্বহাল করার যৌক্তিকতা তুলে ধরাসহ ১২ দফা দাবী উপস্থাপন করেন । 


আরও পড়ুন: কোনো সেনা সদস্য 'গুমে' জড়িত থাকলে কঠোর ব্যবস্থা: সেনাসদর


বৈঠককালে নূরজাহান বেগম বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ইউনানী আয়ুর্বেদিক হারবাল ও হোমিওপ্যাথিক সেক্টরের সমস্যাগুলো সমাধানে আন্তরিকতার সঙ্গে কাজ করছে। খুব শিগগিরই এই সেক্টরের সংকটগুলো নিরসণ করতে কাউন্সিল গঠনসহ অন্যান্য ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করবে। 


এসডি/