সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:১৫ পূর্বাহ্ন, ৩রা জুলাই ২০২৫

সাবেক সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়কে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (০২ জুলাই) দিবাগত রাতে রাজধানীর লালমাটিয়া থেকে তাকে গ্রেফতার করেছে মানিকগঞ্জ গোয়েন্দা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক।
আরও পড়ুন: অবশেষে চাকরি হারালেন আলোচিত ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম
তিনি গণমাধ্যমকে বলেন, সাবেক সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়ের বিরুদ্ধে ৫ আগস্টের ঘটনাসহ নানা অভিযোগে একাধিক মামলা হয়েছে।
রেজাউল করিম মল্লিক আরও বলেন, সুনির্দিষ্ট অভিযোগ ও গোয়েন্দা তথ্যে ভিত্তিতে মানিকগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা টিম আজ রাতে তাকে রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
এমএল/