Logo

অবরোধ চলবে রাত পর্যন্ত, জানালেন শিক্ষার্থীরা

profile picture
জনবাণী ডেস্ক
৮ জুলাই, ২০২৪, ০৩:৪২
56Shares
অবরোধ চলবে রাত পর্যন্ত, জানালেন শিক্ষার্থীরা
ছবি: সংগৃহীত

রাত ৮-৯টা সড়ক অবরোধের পরিকল্পনা রয়েছে আমাদের। শিক্ষার্থীরা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাবেন।

বিজ্ঞাপন

আল জুবায়ের: সরকারি চাকরিতে ২০১৮ সালের পরিপত্র বহাল এবং কোটা সংস্কারের দাবিতে রাজধানীর একাধিক গুরুত্বপূর্ণ পয়েন্ট অবরোধ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।  

আন্দোলনের সমম্বয়কারীরা বলছেন, তারা রাত পর্যন্ত বিভিন্ন পয়েন্ট অবরোধ করে রাখবেন।

বিজ্ঞাপন

রবিবার (৭ জুলাই) বিকেল ৩টার পর থেকেই শিক্ষার্থীরা বিভিন্ন মোড়ে অবস্থান নেন। আন্দোলনের এক সমন্বয়ক সারজিস আলম জনবাণীকে বলেন, রাত ৮-৯টা সড়ক অবরোধের পরিকল্পনা রয়েছে আমাদের। শিক্ষার্থীরা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাবেন।  

বিজ্ঞাপন

আরেক সমম্বয়ক রিফাত রশীদ জানান, আমরা কোনো পরবর্তী কর্মসূচির কথা ভাবছি না। আমরা চাই আজ চূড়ান্ত ফল নিয়ে ফিরে যেতে। রাত পর্যন্ত অবরোধ চলবে।  

বিজ্ঞাপন

সরেজমিনে দেখা যায়, শাহবাগ মোড় অবরোধ করেছেন শিক্ষার্থীরা। তাদের বিভিন্ন প্রতিবাদী গান ও কবিতা আবৃত্তি করতে দেখা যায়। এ ছাড়া পরীবাগ মোড়ে শিক্ষার্থীরা কোটা সংস্কার চেয়ে নানা স্লোগান দিচ্ছেন।  

বিজ্ঞাপন

ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড় ও নীলক্ষেত মোড় অবরোধ রেখেছেন।

এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হল, ড. মুহাম্মদ শহীদুল্লাহ হল ও অমর একুশে হল এবং বোরহান উদ্দিন ডিগ্রি কলেজ ও বদরুন্নেসা সরকারি কলেজের শিক্ষার্থীরা রাজধানীর চানখারপুল মোড় অবরোধ করেছেন।  

বিজ্ঞাপন

জেবি/আজুবা

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD