প্রধানমন্ত্রীর বক্তব্যকে কেন্দ্র করে উত্তাল ইবি
ক্যাম্পাস প্রতিনিধি
প্রকাশ: ১২:৪৬ অপরাহ্ন, ১৫ই জুলাই ২০২৪
কোটা সংস্কার আন্দোলন প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বক্তব্যকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাস।
রবিবার (১৪ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড়ে প্রায় শতাধিক শিক্ষার্থী জড়ো হয়। পরে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মৃত্যঞ্জয়ী মুজিব ম্যুরালের পাদদেশে সমবেত হয়।
আরও পড়ুন: ‘চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার’
এসময় মিছিলে শিক্ষার্থীদের ‘চাইলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার’, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার’, ‘কে বলেছে কে বলেছে, সরকার সরকার’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
আরও পড়ুন: কোটা নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আজই লিভ টু আপিল
শিক্ষার্থীরা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যে তারা চরম ক্ষুব্ধ। এর প্রতিবাদ জানাতেই তারা বিক্ষোভ মিছিল করছেন। তারা প্রধানমন্ত্রীর নিকট হাতজোড় করে বলেন যেনো দ্রুততম সময়ের মধ্যে এই কোটা সংস্কার করে তাদেরকে ক্লাসে ফিরিয়ে নেয়
জেবি/এসবি