বাড্ডা-রামপুরা: পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষে নিহত ১
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৩:১১ অপরাহ্ন, ১৮ই জুলাই ২০২৪

চলমান কোটা সংস্কার আন্দোলনে বাড্ডা-রামপুরা এলাকায় পুলিশ ও বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে একজনের প্রাণ হানি হয়েছে। এতে আহত হয়েছেন শতাধিক।
জানা যায়, নিহতের নাম দুলাল মাতবর। তিনি পেশায় ড্রাইভার। সংঘাতের সময় তিনি একটি হাইএস গাড়ি চালিয়ে ওই এলাকা পার হচ্ছিলেন।
আরও পড়ুন: আলোচনায় বসতে রাজি সরকার: আইনমন্ত্রী
বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে আশঙ্কাজনক অবস্থায় তাকে ফরাজি হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের ডেপুটি জেনারেল ম্যানেজার রুবেল হোসেন সংবাদমাধ্যমকে নিহতের পরিচয় ও অন্যান্য তথ্য জানিয়েছেন।
আরও পড়ুন: শিক্ষার্থীদের কাছে ক্ষমা চেয়ে ববি ক্যাম্পাস ছাড়ল পুলিশ
তিনি বলেন, “নিহতের বুকে একটি গোল ক্ষত চিহ্ন রয়েছে। তবে এটি বুলেটের ক্ষত কিনা তা এখনও নিশ্চিত নয়।”
রুবেল হোসেন আরও বলেন, “আহত হয়ে হাসপাতালে প্রায় ১০০ জন শিক্ষার্থী চিকিৎসা নিতে এসেছেন।”
জেবি/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

রপ্তানি সম্ভাবনাকে কাজে লাগাতে ন্যাশনাল হালাল ল্যাবরেটরি হবে মাইলফলক: শিল্প উপদেষ্টা

রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বে শেখ মইনউদ্দিন

নারী ও শিশুদের জন্য নিরাপদ দেশ গড়তে একসঙ্গে কাজ করতে হবে: ফরিদা আখতার

অন্তর্বর্তী সরকারের মেয়াদকালেই জুলাই হত্যাকাণ্ডের বিচার: আইন উপদেষ্টা
