Logo

মাদ্রাসায় গণভোট সচেতনতায় ব্যানার ও লিফলেট প্রদর্শনের নির্দেশ

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৮ জানুয়ারি, ২০২৬, ২১:১৭
মাদ্রাসায় গণভোট সচেতনতায় ব্যানার ও লিফলেট প্রদর্শনের নির্দেশ
ছবি: সংগৃহীত

সরকারি ও বেসরকারি মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে আসন্ন গণভোট সম্পর্কে শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার জন্য নতুন নির্দেশনা জারি করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।

বিজ্ঞাপন

বুধবার (২৮ ডিসেম্বর) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের প্রশাসন শাখা থেকে প্রকাশিত স্মারকে সব মাদ্রাসাকে নির্দেশ দেওয়া হয়েছে, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের দৃশ্যমান স্থানে গণভোট বিষয়ক স্ট্যান্ডিং ব্যানার, ফেস্টুন ও লিফলেট প্রদর্শন করতে। এই পদক্ষেপের মাধ্যমে শিক্ষার্থীদের কাছে ভোটের সময়সূচি, প্রদানের নিয়ম ও গণভোটের উদ্দেশ্য সংক্রান্ত সঠিক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য রাখা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে সরবরাহিত লিফলেটের বক্তব্য এবং নির্বাচন কমিশনের তথ্য কণিকা-৯-এর তথ্যসম্বলিত ব্যানার মাদ্রাসার প্রধানদের অফিসে স্থাপন করতে হবে। পাশাপাশি, নির্বাচন কমিশন থেকে বিতরণকৃত ড্রপডাউন ব্যানারও প্রতিষ্ঠানের দৃশ্যমান স্থানে রাখা বাধ্যতামূলক।

বিজ্ঞাপন

এ ছাড়া, শিক্ষার্থীদের মাধ্যমে পরিবার ও সম্প্রদায়ের মধ্যে সচেতনতামূলক বার্তা পৌঁছানোর উদ্যোগ নিতে মাদ্রাসা প্রধানদের উৎসাহিত করা হয়েছে। অভিভাবক সমাবেশ এবং শিক্ষা প্রতিষ্ঠানের অন্যান্য অনুষ্ঠানের সময়ও গণভোট সম্পর্কিত তথ্য প্রদানের নির্দেশ দেয়া হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, মাদ্রাসার ফেসবুক পেজ বা নোটিশ বোর্ডের মাধ্যমে নিয়মিতভাবে জনসচেতনতা মূলক বার্তা প্রচার করতে হবে। শিক্ষার্থীদের মধ্যে লিফলেট বিতরণ নিশ্চিত করার জন্য জেলা প্রশাসকের কার্যালয় বা স্থানীয় নির্বাচন অফিস থেকে সংশ্লিষ্ট দুটি লিফলেট সংগ্রহ করে বা এক পাতায় উভয় পৃষ্ঠায় মুদ্রণ করে বিতরণের ব্যবস্থা করতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

এই উদ্যোগের মাধ্যমে মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ভোটাধিকার এবং গণভোট বিষয়ে সঠিক ও নির্ভরযোগ্য তথ্য পৌঁছে দেওয়ার পাশাপাশি সাধারণ জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD