ভারতীয় পরিবার ফেরত নেওয়ার কারণ খুঁজে পাচ্ছেন না পররাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় কূটনীতিকদের পরিবারের সদস্যদের দেশে ফেরত নেওয়ার সিদ্ধান্তের পেছনে সুনির্দিষ্ট কোনো কারণ খুঁজে পাচ্ছেন না অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তাঁর ভাষ্য অনুযায়ী, বাংলাদেশে এমন কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি যাতে বিদেশি কূটনীতিক বা তাদের পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণ থাকতে পারে।
বিজ্ঞাপন
বুধবার (২৮ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ভারতীয় মিশনের কর্মকর্তাদের পরিবারের সদস্যদের প্রত্যাহারের পেছনে কোনো নিরাপত্তাজনিত শঙ্কা বা বার্তা রয়েছে কি না—এমন প্রশ্নের উত্তরে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এ বিষয়ে কোনো ধরনের সংকেত বা আশঙ্কা বুঝতে পারছি না। এটি ভারতের নিজস্ব সিদ্ধান্ত এবং তারা চাইলে যে কোনো সময় তাদের কর্মীদের পরিবার ফেরত নিতে পারে।
বিজ্ঞাপন
মো. তৌহিদ হোসেন বলেন, তারা কেন এমন সিদ্ধান্ত নিয়েছে, তার কোনো সুস্পষ্ট ব্যাখ্যা আমি পাচ্ছি না। বাংলাদেশে এমন একটি ঘটনাও ঘটেনি, যেখানে বলা যায় ভারতীয় কর্মকর্তা বা তাদের পরিবারের সদস্যরা ঝুঁকিতে আছেন।
তিনি আরও বলেন, হতে পারে তাদের মনে কোনো আশঙ্কা কাজ করছে, অথবা তারা কোনো বার্তা দিতে চাইছে। কিন্তু বাস্তব পরিস্থিতির সঙ্গে মিলিয়ে দেখলে এর মধ্যে নির্দিষ্ট কোনো অর্থ খুঁজে পাওয়া কঠিন।
নিরাপত্তা পরিস্থিতি প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সামগ্রিকভাবে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতিতে কোনো অবনতি ঘটেনি। অতীতের নির্বাচনকালীন সময়ের সঙ্গে তুলনা করলে এবার পরিস্থিতি স্বাভাবিকই রয়েছে। আগে নির্বাচনের সময় ছোটখাটো সংঘর্ষ বা ধাক্কাধাক্কি হতো, এবার তার চেয়ে বেশি কিছু হয়েছে বলে মনে হয় না।
বিজ্ঞাপন
ভারত সরকার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে তাদের কূটনীতিকদের নিরাপত্তা নিয়ে কোনো উদ্বেগ বা সতর্কবার্তা দিয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি জানান, এ ধরনের কোনো বার্তা বা অভিযোগ বাংলাদেশের কাছে জানানো হয়নি।
পররাষ্ট্র উপদেষ্টার মতে, ভারত যদি নিজস্ব বিবেচনায় তাদের কূটনীতিকদের পরিবার ফেরত নিতে চায়, সে বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে কিছু করার নেই। তবে বাস্তব পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলার মতো কোনো কারণ নেই বলেও তিনি মন্তব্য করেন।








