খুলল অফিস, সূচিতে পরিবর্তন


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২:৩৫ অপরাহ্ন, ২৪শে জুলাই ২০২৪


খুলল অফিস, সূচিতে পরিবর্তন
ফাইল ছবি

কোটা সংস্কার আন্দোলনের সময় সৃষ্ট পরিস্থিতি ও কারফিউ জারির কারণে রবিবার (২১ জুলাই) থেকে মঙ্গলবার সরকারি বেসরকারি অফিসে ছিল সাধারণ ছুটি। এর আগের দু’দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি ছিল। সে হিসাবে টানা ৫ দিন পর বুধবার আংশিকভাবে খুলে দেয়া হচ্ছে সরকারি অফিস।


বুধবার (২৪ জুলাই)  এবং বৃহস্পতিবার বেলা ১১টা থেকে বেলা ৩টা পর্যন্ত চলবে অফিস। মঙ্গলবার (২৩ জুলাই)  বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব কামরুজ্জামান সই করা এক আদেশে এ কথা জানানো হয়।


আরও পড়ুন: খুলেছে গার্মেন্টস, কাঁচামাল সংকটে উৎপাদন নিয়ে শঙ্কা


এতে বলা হয়, “সরকার বুধ ও বৃহস্পতিবার সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বেলা ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত নির্ধারণ করেছে।”


এদিকে, অফিস-আদালত খুলে দেয়া হলেও দেশজুড়ে বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে সরকার থেকে এখনও কোনো সিদ্ধান্ত আসেনি।


জেবি/এসবি