খুলল অফিস, সূচিতে পরিবর্তন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:৩৫ পিএম, ২৪শে জুলাই ২০২৪

কোটা সংস্কার আন্দোলনের সময় সৃষ্ট পরিস্থিতি ও কারফিউ জারির কারণে রবিবার (২১ জুলাই) থেকে মঙ্গলবার সরকারি বেসরকারি অফিসে ছিল সাধারণ ছুটি। এর আগের দু’দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি ছিল। সে হিসাবে টানা ৫ দিন পর বুধবার আংশিকভাবে খুলে দেয়া হচ্ছে সরকারি অফিস।
বুধবার (২৪ জুলাই) এবং বৃহস্পতিবার বেলা ১১টা থেকে বেলা ৩টা পর্যন্ত চলবে অফিস। মঙ্গলবার (২৩ জুলাই) বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব কামরুজ্জামান সই করা এক আদেশে এ কথা জানানো হয়।
আরও পড়ুন: খুলেছে গার্মেন্টস, কাঁচামাল সংকটে উৎপাদন নিয়ে শঙ্কা
এতে বলা হয়, “সরকার বুধ ও বৃহস্পতিবার সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বেলা ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত নির্ধারণ করেছে।”
এদিকে, অফিস-আদালত খুলে দেয়া হলেও দেশজুড়ে বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে সরকার থেকে এখনও কোনো সিদ্ধান্ত আসেনি।
জেবি/এসবি
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

রাষ্ট্রের দায়িত্ব সামাজিক যোগাযোগ মাধ্যমের সঠিক ব্যবহার নিশ্চিত করা: ধর্ম উপদেষ্টা

ষড়যন্ত্র থেমে নেই, জনগণই প্রতিরোধ করবে: উপদেষ্টা আদিলুর

সিলেটে আগে থেকেই পাথর উত্তোলন হচ্ছিল: রিজওয়ানা

নির্বাচনে বিশৃঙ্খলা করলে জনগণকে সরকারের পাশে দাঁড়াতে হবে: শারমীন এস মুরশিদ
