বিএনপি নেতাকর্মীদের দমনে উঠেপড়ে লেগেছে সরকার: ফখরুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮:২৭ অপরাহ্ন, ২৯শে জুলাই ২০২৪
‘কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন সরকারের ক্ষমতার ভিত নাড়িয়ে দিয়েছে।’ বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (২৯ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
বিএনপির মহাসচিব বলেন, “সরকারের মন্ত্রী-নেতারা বারবার বলছেন— প্রকৃত সন্ত্রাসীদের খুঁজে বের করে শাস্তি নিশ্চিত করা হবে। কিন্তু বাস্তবতা হলো প্রকৃত অপরাধীদের না খুঁজে বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের দমনে উঠেপড়ে লেগেছে সরকার।”
আরও পড়ুন: কোনো সাধারণ শিক্ষার্থীকে গ্রেফতার বা নির্যাতন করা হয়নি: ওবায়দুল কাদের
তিনি আরও বলেন, ‘কোটা সংস্কার আন্দোলনের কারণে সাধারণ ছাত্র-জনতা এবং বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনসহ বিরোধী দলগুলোর নেতা-কর্মীদের গ্রেফতার করা হচ্ছে। অনেককে তুলে নিয়ে গেলেও তাদের খোঁজখবর পাওয়া যাচ্ছে না।’
আরও পড়ুন: কোটা আন্দোলন নিয়ে সরকার দ্বিমুখী নীতি অবলম্বন করছে: মির্জা ফখরুল
মির্জা ফখরুল বলেন, ‘নির্যাতনের মাধ্যমে কর্মসূচি প্রত্যাহার করা যায়, কিন্তু আবেগ-অনুভূতি ও সঙ্গীদের রক্তমাখা শার্টের গন্ধ শিক্ষার্থীদের বিবেককে সবসময় তাড়া করবে। সুযোগ পেলেই তারা নিয়মতান্ত্রিকভাবে সেটির বহিঃপ্রকাশ ঘটাবেন।’
জেবি/এসবি