শ্রীপুরে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর, চাচিকে মারধর


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ পিএম, ২২শে সেপ্টেম্বর ২০২২


শ্রীপুরে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর, চাচিকে মারধর

গাজীপুরের শ্রীপুরে পেলাইদ গ্রামে  প্রায় চার বছর আগে পিতার কাছ হতে ৩৫ শতাংশ জমি ক্রয় করেন আকলিমা। কয়েকদিন যাবত ওই জমিতে তিনি একটি বাড়ি নির্মাণের কাজ করছিলেন । পরে  নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও আপন চাচিকে মারধর করে ভাতিজা মাসুদ রানা।

সোমবার (২৮ মার্চ) উপজেলার উত্তর পেলাইদ গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টিকে  কেন্দ্র করে ভাতিজাকে সহ তিনজন আসামি করে শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

ওই অভিযোগে অভিযুক্তরা হলো, মৃত নুরুল ইসলামের সন্তান মাসুদ রানা (৩৫) ও মজলু মিয়ার সন্তান রুমান (২৫) ও আরমান (১৮)।

এ বিষয়ে ভুক্তভোগী আকলিমা (৩০) বলেন, আমি আমার বাবার থেকে ৩৫ লাখ টাকা দিয়ে প্রায় চার বছর আগে এই জমিটি ক্রয় করি। ইদানীং আমি বাড়ির নির্মাণ কাজ শুরু করি। আজকে আমাদের চাচাতো ভাই মাসুদ রানার নেতৃত্বে ভাঙচুর করা শুরু করে। পরে আমার ‘মা’ সামনে এগিয়ে গেলে মায়ের বুকে সজোরে লাথি মেরে ইটের উপর ফেলে দেয়, এতে মা রক্তাক্ত হয়ে যায়। মাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। আমার বাবা বাদী হয়ে তিনজনকে অভিযুক্ত করে শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। আমি মাসুদসহ অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। 

অভিযুক্তদের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাদেরকে পাওয়া যায়নি। 

নারীকে মারধর ও বাড়ি ভাঙচুরের ঘটনায় আজ মঙ্গলবার দুপুরে পরিদর্শন করেছেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম, কালিয়াকৈর সার্কেল সহকারি পুলিশ সুপার আজমীর হোসেন ও শ্রীপুর আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন হিমু। 

এ বিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ খোন্দকার ইমাম হোসেন বলেন, ‘তদন্ত সাপেক্ষে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে’।

এসএ/