ঘাসের ক্যানভাসে মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


ঘাসের ক্যানভাসে মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ

কিশোরগঞ্জে ঘাস দিয়ে মুক্তিযুদ্ধের প্রতিচ্ছবি ফুটিয়ে তুলেছেন রুমানআলী শাহ। প্রায় আড়াই মাস ধরে নানা জাতের ঘাস দিয়ে তিনি বানিয়েছেন মহান মুক্তিযদ্ধেরএই ছবিগুলো। তার হাতে বানানো মুক্তিযুদ্ধের এ ঘাসচিত্র দেখতে ভিড় করেন স্কুল কলেজের শিক্ষার্থীসহ সব বয়সী মানুষ। দূর-দুরান্ত থেকেও আসছেন অনেক মানুষ।

নিজের ছয় শতক জমিতে নানা জাতের ঘাস দিয়ে মুক্তিযুদ্ধের ছবি তৈরি করেছেন কুলিয়ারচরের গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের জাফরাবাদ গ্রামের কৃষক রুমান আলী শাহ। কৃষক রুমান তার মধ্যে লালিত দেশাত্মবোধকে প্রকাশ করতেই নিজের অক্লান্তপরিশ্রম, মেধা আর মনন দিয়ে শৈল্পিক হাতে অঙ্কন করেছেন এই শিল্পকর্ম। তৈরি করেছেন ৭ই মার্চে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের ছবি। মুক্তিযোদ্ধাদের যুদ্ধে ঝাপিয়ে পড়ার চিত্র, রেসকোর্স ময়দানে পাকিস্তানী বাহিনীর আত্মসর্মপনের চিত্র এবং দেশের মানচিত্র।

রুমান আলী জানান, নতুন প্রজন্মকে দেশ প্রেম ও মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করতেই তার এ প্রয়াস। মহান স্বাধীনতা দিবসে তিনি এ চিত্রগুলো সবার জন্য খুলেদেন।

সবুজ ঘাসের বুকে অঙ্কিত রুমানের এসব শিল্পকর্ম দেখতে প্রতিদিনই ভিড় করছেন নানা শ্রেণি পেশার মানুষ।

প্রায় আড়াই মাস ধরে নিজের ছয় শতক ফসলি জমিতে এসব চিত্রকর্মগুলো তৈরি করেছেন কৃষক রোমান আলী শাহ।  

এসএ/