১৩ তম মরহুম হাজী মোহাম্মদ আলী সৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানার পিয়ারপুর মাধ্যমিক বিদ্যালয়ে একতা পল্লী কল্যান সমিতির আয়োজনে মঙ্গলবার (২৯ মার্চ) দুপুর ৩ টার সময় পিয়ারপুর ফুটবল মাঠে ১৩ তম মরহুম হাজী মোহাম্মদ আলী সৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মরহুম হাজী মোহাম্মদ আলীর জৈষ্ঠ পুত্র সাবেক সংসদ সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক মোহামেডান ক্লাবের ক্যাপ্টেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সোহরাব উদ্দিন।
টুর্নামেন্ট উদ্বোধন করেন মরহুম হাজীর মোজো পুত্র সাবেক জেলা বাস মিনিবাস মালিক গ্রুপ কুষ্টিয়ার সভাপতি ও পিয়ারপুর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বিশিষ্ট ব্যাবসায়ি আলহাজ্ব সিহাব উদ্দিন।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একতা পল্লী কল্যান সমিতির ভারপ্রাপ্ত সভাপতি কামাল হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানটি পরিচালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক এস আর শিপন বিশ্বাস ও টিম ম্যানেজোর বিপুল হোসনে।
উদ্বোধনী ম্যাচে কুমারখালীর পান্টি ফিটবল একাদশ ও হরিণাকুন্ড পোড়াহাটি চড়পাড়া ফুটবল একাদশ দল অংশগ্রহণ করেন,উক্ত ম্যাচে পান্টি একাদশ ৪ গোলে বিজয়ী হয়।
জি আই/