আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি দুলুর

দাবিতে জেলা বিএনপি আয়োজিত অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
গণহত্যার জন্য যদি জামায়াতকে নিষিদ্ধ করা হয়, তাহলে হাজার হাজার ছাত্র-জনতাকে নৃশংসভাবে হত্যা করার জন্য কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে না মন্তব্য করে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, “আমাদের দাবি অতিসত্বর আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে।”
বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে নাটোরের আলাইপুরে ছাত্র-জনতা হত্যার দায়ে শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচারের দাবিতে জেলা বিএনপি আয়োজিত অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
দুলু বলেন, “তিনি (শেখ হাসিনা) পাল্টা অভ্যুত্থানের জন্য ষড়যন্ত্র করে যাচ্ছেন। কিন্তু এই ছাত্র-সমাজ, এদেশের জনগণ আবার প্রতিরোধ গড়ে তুলবে। তাদের আর ক্ষমতায় আসার সুযোগ নেই।”
বিজ্ঞাপন
আরও পড়ুন: খালেদা জিয়ার জন্মদিনের দোয়া ১৬ আগস্ট
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, “তারেক রহমানের ছবি-বক্তব্য টেলিভিশনে দেখানো যেত না, পেপারে উঠতো না। আমরা বলে দিতে চাই, যে সমস্ত চ্যানেল, যে সমস্ত পত্রিকা, ছাত্র সমাজকে খুন করা এই খুনির (শেখ হাসিনা) ছবি প্রচার করে, ওই টেলিভিশন ওই পত্রিকা আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হবে।”
বিজ্ঞাপন
দুলু বলেন, “নাটোরের সাধারণ মানুষ, শিক্ষার্থী, সাংবাদিকদের সঙ্গে নিয়ে নাটোরকে শান্তিতে রাখতে এবং সন্ত্রাসমুক্ত করতে যা যা করা দরকার আমরা তাই করব।”
জেবি/এসবি