একদিনে ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ২২৮


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৯:২৫ অপরাহ্ন, ১৫ই আগস্ট ২০২৪


একদিনে ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ২২৮
ফাইল ছবি

একদিনে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩ জনের প্রাণহানি হয়েছে। এ নিয়ে এ বছরে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৪ জনে। এছাড়া  গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২২৮ জন।


বৃহস্পতিবার (১৫ আগস্ট) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


আরও পড়ুন: ডেঙ্গুতে আরও ২ জনের প্রাণহানি


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২২৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার ১০৪ জন রয়েছেন। এছাড়া ঢাকা বিভাগে ১৬ জন, চট্টগ্রামে ৫০ জন, খুলনায় ৯ জন, বরিশালে ৪২ জন, ময়মনসিংহে ৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।


আরও পড়ুন: করোনা মহামারির ভয়ংকর রূপ তুলে ধরল বিশ্ব স্বাস্থ্য সংস্থা


এ বছরের ১ জানুয়ারি থেকে ১৫ আগস্ট পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৮ হাজার ৯৩০ জন। যাদের মধ্যে ৬০ দশমিক ৫ শতাংশ পুরুষ এবং ৩৯ দশমিক ৫ শতাংশ নারী। এসময়ে মৃত ৭৪ জনের মধ্যে ৪৮ দশমিক ৬ শতাংশ নারী এবং ৫১ দশমিক ৪ শতাংশ পুরুষ।


জেবি/এসবি