Logo

গাইবান্ধায় স্কুল ও খেলার মাঠ রক্ষার দাবি সাঁওতাল শিশুদের মানববন্ধন

profile picture
জনবাণী ডেস্ক
১৯ আগস্ট, ২০২৪, ০১:২৮
47Shares
গাইবান্ধায় স্কুল ও খেলার মাঠ রক্ষার দাবি সাঁওতাল শিশুদের মানববন্ধন
ছবি: সংগৃহীত

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় ‘আদিবাসী‘ সাঁওতাল পল্লীর স্কুল ও খেলার মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন

বিজ্ঞাপন

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় ‘আদিবাসী‘ সাঁওতাল পল্লীর স্কুল ও খেলার মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাঁওতাল পল্লীর শিশুরা ।

শনিবার (১৭ আগস্ট) বিকেলের দিকে উপজেলার জয়পুর গ্রামের সাঁওতাল শিশুরা এই মানববন্ধনের আয়োজন করে।

বিজ্ঞাপন

 

বিজ্ঞাপন

এসময় মাঠের চারদিকে দাঁড়িয়েছে সাঁওতাল শিশু–কিশোরের দল। তাদের হাতে ব্যানার, ফেস্টুন আর প্ল্যাকার্ড। সেখানে লেখা ‘আদিবাসী’ সাঁওতালদের স্কুল ও খেলার মাঠ রক্ষার দাবিতে নানা স্লোগান। একই সঙ্গে তারা মাদক ব্যবসায়ী-ভূমিদস্যুদের বিচারের দাবি জানান।

স্থানীয় আদিবাসী সাঁওতাল শিশু-কিশোর শিক্ষার্থীর নামের সংগঠনের ব্যানারে তারা তাদের অধিকার ও দাবি সম্বলিত ফেস্টুন-প্ল্যাকার্ড নিয়ে নানা বয়সের শিশু-কিশোর, নারী-পুরুষ এই কর্মসূচিতে অংশ নেয়।

বিজ্ঞাপন

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন- সাঁওতাল শিক্ষার্থী বিশপ মুরমু, সুমিত্রা মুরমু, শান্তনা হাসদা, সুচিত্রা মুরমু তৃষ্ণা, অভিভাবক ও সাঁওতাল নেতা ডা. ফিলিমন বাস্কে, সুফল হেমব্রম, রাফায়েল হাসদা, বার্নাবাস টাডুসহ আরও অনেকে।

বিজ্ঞাপন

এদিকে, মাদক ব্যবসায়ী-ভূমিদস্যুদের বিচারের দাবি জানিয়ে বক্তারা বলেন, সাঁওতাল শিশু-কিশোররা তাদের মাতৃভাষায় পড়াশুনার জন্য সাঁওতাল পরিবার ও বিভিন্ন সামাজিক সংগঠনের সহযোগিতায় ‘শহিদ শ্যামল-রমেশ-মঙ্গল মার্ডি সাঁওতাল স্কুল’ প্রতিষ্ঠা করে। স্কুলের পাশেই সাঁওতাল শিশু-কিশোরদের জন্য একটি খেলার মাঠ আছে। মাঠটিতে সাঁওতাল শিশু-কিশোররা খেলাধুলা করে আর স্কুলে তারা তাদের মাতৃভাষায় পড়াশুনার পাশাপাশি ভাষা ও সংস্কৃতি চর্চা করে আসছিল। সম্প্রতি ভূমিদস্যুরা স্কুল ও মাঠটি দখল করে নেয়। স্কুল ও মাঠ হারালে সাঁওতাল শিশু-কিশোররা খেলাধুলা এবং মাতৃভাষায় পড়াশুনা ও ভাষা ও সংস্কৃতি চর্চার সুযোগ হারাবে।

বিজ্ঞাপন

জেলার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ-বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ডা. ফিলিমন বাস্কে বলেন, মাদক ব্যবসায়ী এবং ভূমিদস্যু স্বপন শেখ ও আতাউর রহমান সাবুর নেতৃত্বে সন্ত্রাসীরা ‘আদিবাসী’ সাঁওতাল শিশু-কিশোরদের খেলার মাঠ ও স্কুল দখল করে বাড়ীঘর নির্মাণসহ চাষাবাদ করছে। এছাড়াও সাঁওতালদের বাড়ীঘর, কৃষিকাজে ব্যবহৃত ট্রাক্টর ভাঙচুর এবং মারধর ও ভয়ভীতি দেখিয়ে জমি দখল করছে। এ নিয়ে সাঁওতালদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

বিজ্ঞাপন

এসডি/

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD