গাইবান্ধায় ছাত্র-ছাত্রীরা রঙ তুলিতে রাঙ্গিয়ে দিচ্ছে দেয়াল চিত্র


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৭:৩৩ অপরাহ্ন, ১৭ই আগস্ট ২০২৪


গাইবান্ধায় ছাত্র-ছাত্রীরা রঙ তুলিতে রাঙ্গিয়ে দিচ্ছে দেয়াল চিত্র
ছবি: প্রতিনিধি

গাইবান্ধা শহরের বিভিন্ন মোড়ের দেয়ালগুলি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সফলতা, ত্যাগ-আত্মহুতির চিত্র স্মরণীয় রাখতেই স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা দেয়ালে আঁকছে গ্রাফিতি। আর যা মানুষের মাঝে আকর্ষণীয় করে তুলেছে।


শনিবার (১৭ আগষ্ট) সকাল সাড়ে ১১ টায় রাস্তার দেয়াল ও কলেজের দেয়াল গুলিতে বিজয় উল্লাসের নানা ধরণের চিত্র আঁকতে দেখা যায়।


আরও পড়ুন: গাইবান্ধায় আতঙ্ক কাটেনি মেসে থাকা শিক্ষার্থীদের


এসব চিত্র আঁকতে কাজ করছেন সাধারণ শিক্ষার্থীরা। ছাত্র-জনতার বিজয়ের বিভিন্ন প্রতীকি ছবি সহ আঁকা হচ্ছে নানা স্লোগান।


পরবর্তী প্রজন্মের কাছে সমাজের চাওয়া কি হতে পারে তা চিত্রের মাধ্যমে উপস্থাপন করাই ছিল শিক্ষার্থীদের লক্ষ্য ও উদেশ্যে। শিক্ষাথী সাজিদ বলেন অপরিচ্ছন্ন দেয়াল গুলি ঘষে মেজে রঙ তুলিতে রাঙিয়ে তুলেছি। আরেক শিক্ষার্থী অহনা আক্তার বলে, দেয়ালে আঁকা ছবিতে মসজিদ, মন্দিরের ছবি আছে, যা সাম্প্রদায়িক সম্প্রীতির বহি:প্রকাশ করেছি মাত্র। অধ্যাপক মো সফিউল ইসলাম বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন বিষয় গ্রাফিতির মাধ্যমে তুলে ধরার উদ্যোগ প্রশংসার দাবীদার বলে উল্লেখ করেন।


এমএল/