মানিকগঞ্জে রাতের আঁধারে কবরস্থান থেকে ৯টি কঙ্কাল চুরি
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
মানিকগঞ্জের ঘিওরে কবরস্থান থেকে ৯টি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের বড় ধুলন্ডী গ্রামের ‘জান্নাতুল বাকী’ কবরস্থানে কঙ্কাল চুরির এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে। সকালে কবরস্থান পরিষ্কার করতে এসে বিষয়টি প্রথমে দেখতে পান আবুল হোসেন নামে এক ব্যক্তি। খবর পেয়ে স্থানীয়রা ছুটে আসেন। তারা দেখেন ৯টি কবর থেকে কঙ্কাল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
পরবর্তীতে পুলিশ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা বিষয়টি তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছেন। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
জি আই/