অগ্রণী ব্যাংকে ফাউন্ডেশন কোর্সের উদ্বোধন


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১:৫৯ অপরাহ্ন, ৩১শে আগস্ট ২০২৪


অগ্রণী ব্যাংকে ফাউন্ডেশন কোর্সের উদ্বোধন
ছবি: জনবাণী

অগ্রণী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট (এবিটিআই) কর্তৃক আয়োজিত ৮৬তম ও ৮৭তম ব্যাচের ৩০ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্স শুরু হয়েছে। 


শনিবার (৩১ আগস্ট) প্রধান অতিথি হিসেবে এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন অগ্রণী ব্যাংক পিএলসি’র প্রধান নির্বাহী মো. মুরশেদুল কবীর।


আরও পড়ুন: প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে এক দিনের বেতন প্রদান অগ্রণী ব্যাংক পিএলসি’র 


উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদা বেগম। এবিটিআই-এর পরিচালক ও উপমহাব্যবস্থাপক মো. রেজাউল করিমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন মহাব্যস্থাপক (প্রশাসন) মো. আমিনুল হক। ফাউন্ডেশন কোর্সে অগ্রণী ব্যাংকের বিভিন্ন শাখার ৭২ জন কর্মকর্তা অংশগ্রহণ করছেন। 


এসময় প্রধান অতিথি মো. মুরশেদুল কবীর প্রশিক্ষণার্থীদের সততা, নিষ্ঠা ও নৈতিকতার সাথে ব্যাংকিং পেশায় নিজেদেরকে গড়ে তোলার পরামর্শ ও দিক নির্দেশনা প্রদান করেন।


এমএল/