বায়তুল মোকাররমের নতুন খ‌তি‌বের নি‌য়োগ বা‌তি‌লের দা‌বিতে আহ‌লে সুন্নাতের বিক্ষোভ


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


বায়তুল মোকাররমের নতুন খ‌তি‌বের নি‌য়োগ বা‌তি‌লের দা‌বিতে আহ‌লে সুন্নাতের বিক্ষোভ

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বিতর্কিত ব্যক্তিকে খতিব করা হ‌য়ে‌ছে অভি‌যোগ ক‌রে তার নি‌য়োগ বা‌তি‌লের দা‌বি‌তে রাজধানী‌তে বি‌ক্ষোভ সমা‌বেশ ক‌রে‌ছে আহ‌লে সুন্নাত ওয়াল জামাত বাংলা‌দেশ। সমা‌বেশ শে‌ষে মি‌ছি‌লে বের করা হ‌লে পু‌লি‌শী বাধায় কর্মসূচি শেষ হয়।

শ‌নিবার (২ এপ্রিল) দুপু‌রে জাতীয় প্রেস ক্লা‌বের সাম‌নে আহ‌লে সুন্না‌তের প্রেসিডিয়াম সদস্য অ‌্যাডভোকেট আবদুল আউয়ালের সভাপতিত্বে সমাবেশে বক্তারা বলেন, ‘জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের মতো একটি গুরুত্বপূর্ণ জায়গায় একজন বিতর্কিত ব্যক্তিকে খতিব নিয়োগ কোনোমতে মেনে নেয়া হ‌বে না।

নবীদ্রোহী, অলি-আউলিয়া বিদ্বেষী; সর্বোপরি আপাদমস্তক বিতর্কিত ব্যক্তি রুহুল আমিনকে এ পদে আসীন করার সিদ্ধান্ত এদেশের সুফীবাদী মানুষের হৃদয়ে চরমভাবে আঘাত হেনেছে।

অবিলম্বে তার নাম প্রত্যাহার করে সুফীবাদী ঘরানার প্রাতিষ্ঠানিক কো‌নো ব‌রেণ্য আলেমকে নিয়োগ কর‌তে হ‌বে।’

আহ‌লে সুন্নাত নেতা অধ্যক্ষ আবু নাসের মুহাম্মদ মুসার সঞ্চালনায় সমা‌বে‌শে বক্তব্য রাখেন মুফতি মুহিউদ্দীন হামেদী, অ্যাডভোকটে হেলাল উদ্দীন, মীর মোহাম্মদ জয়নাল আবেদীন, মুহাম্মদ ইমরান হুসাইন তুষার, অ‌্যাডভোকেট আবুল কালাম আজাদ, মাওলানা মোস্তাক আহমদ আশরাফী, হাফেজ মুহাম্মদ ওমর ফারুক, হাফেজ মুফতি জাহিদুর রহমান, মাওলানা আব্দুল হাই আমজাদী, মুহাম্মদ আমান উল্লাহ, মোহাম্মদ শাফায়াত উল্লাহ, ইমাম হুসাইন রেযা, হাফেজ জাবের হোসাইন প্রমুখ। 

সমা‌বেশ শে‌ষে আহ‌লে সুন্নাত নেতাকর্মীরা একটি বিশাল বিক্ষোভ মিছিল বের ক‌রে। এটি জাতীয় প্রেস ক্লাব থেকে দৈনিক বাংলা মোড়ে ‌গি‌য়ে পৌঁছ‌লে পু‌লিশী বাধায় তা‌দের কর্মসূচি শেষ হয়।

উল্লেখ্য, মুফতী রুহুল আমীন পিতা বিখ্যাত আলেম মওলানা শামসুল হক ফরিদপুরীকে নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ র  ২৫৬ নং পৃষ্ঠায় লেখা হয়, ‘গোপালগঞ্জে আমার নিজের ইউনিয়নে পূর্ব বাংলার এক বিখ্যাত আলেম মওলানা শামসুল হক সাহেব জন্মগ্রহণ করেছেন। আমি তাঁকে ব্যক্তিগতভাবে খুবই শ্রদ্ধা করতাম। তিনি ধর্ম সম্বন্ধে যথেষ্ট জ্ঞান রাখেন। আমার ধারণা ছিল, মওলানা সাহেব আমার বিরুদ্ধাচরণ করবেন না। কিন্তু এর মধ্যে তিনি মুসলিম লীগে যোগদান করলেন এবং আমার বিরুদ্ধে ইলেকশনে লেগে পড়লেন। ঐ অঞ্চলের মুসলমান জনসাধারণ তাকে খুবই ভক্তি করত। মওলানা সাহের ইউনিয়নের পর ইউনিয়নে স্পিডবোট নিয়ে ঘুরতে শুরু করলেন এবং এক ধর্ম সভা ডেকে ফতোয়া দিলেন আমার বিরুদ্ধে যে , 'আমাকে ভোট দিলে ইসলাম থাকবে না, ধর্ম শেষ হয়ে যাবে।' 

আর এইস/ জি আই/