উজিরপুরে সড়ক দুর্ঘটনায় আহত ৯
উপজেলা প্রতিনিধি
প্রকাশ: ০৮:৪৭ অপরাহ্ন, ৫ই অক্টোবর ২০২৪
মো: এমাদুল কাসেম সেন্টু, উজিরপুর: ঢাকা-বরিশাল মহাসড়কের বরিশালের উজিরপুর উপজেলার সোনার বাংলা এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত-৯।
স্থানীয় সুত্রে জানা যায়, শুক্রবার (৫ অক্টোবর) পৌনে ৪ টায় ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার সোনারবাংলা নামক স্থানে লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে কাভারভ্যানের সাথে সংঘর্ষে ৯ জন গুরুতর আহত হয়েছে।
আহত হলেন আগৈলঝাড়া উপজেলার মোহনকাঠী গ্রামের সুকলাল এর ছেলে হলেন স্বপন (৩৩), উজিরপুর উপজেলার ধামসর গ্রামের তারকানাথ হালদারের ছেলে দিলীপ হালদার (৬০), কাজিসা গ্রামের মাহাবুব হাওলাদারের স্ত্রী রাহিমা বেগম (৪০), রত্নপুর গ্রামের জসিম সিকদারের ছেলে জিহাদ (১৭), গৌরনদী উপজেলার আয়নাল সিকদারের ছেলে আঃ লতিফ,আধুনা গ্রামের মোজাম্মেল বেপারীর ছেলে সায়েম বেপারী (২১), ধামুরা গ্রামের সফিজ উদ্দিনের ছেলে আবু বকর (৫৫), ভুতুরদিয়া গ্রামের ইখতিয়ার এর ছেলে সজীব (২৫)।
ঘটনাস্থলে সেনাবাহিনী, উজিরপুর মডেল থানা পুলিশ, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। আহতদের ঢাকা ও বরিশালসহ বিভিন্ন হাসওাতালে নেয়া হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা হয়নি।
আরএক্স/