দুই কৃষকের মৃত্যু, সেই গভীর নলকূপ অপারেটর গ্রেফতার
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২
রাজশাহীর গোদাগাড়ীতে সেচের পানির জন্য দুই কৃষকের আত্মহত্যার ঘটনায় গভীর নলকূপের অপারেটর শাখাওয়াত হোসেনকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (২ এপ্রিল) রাত ১টার দিকে উপজেলার চব্বিশনগর কদম শহর এলাকা থেকে তাকে গ্রেফতার করে গোদাগাড়ী মডেল থানা পুলিশ।
গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সাখাওয়াতের বাড়ি গোদাগাড়ী থানার প্রেমতলী তদন্ত ফাঁড়ির অধীনে। ফাঁড়ির পুলিশ শনিবার রাত আড়াইটার দিকে সাখাওয়াতকে গোদাগাড়ী উপজেলার কদমশহর এলাকা থেকে গ্রেফতার করে। রবিবারই তাকে আদালতে সোপর্দ করা হবে।
সাখাওয়াত হোসেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) পরিচালিত ঈশ্বরীপুর-২ গভীর নলকূপের অপারেটর ও স্থানীয় ওয়ার্ড কৃষক লীগের সভাপতি। তার গভীর নলকূপ থেকেই পাশের সাঁওতাল অধ্যুষিত নিমঘুটু গ্রামের কৃষকদের জমিতে সেচ দেওয়া হয়।
গত ২৩ মার্চ গ্রামের সাঁওতাল কৃষক অভিনাথ মারান্ডি (৩৭) ও তার চাচাতো ভাই রবি মারান্ডি (২৭) বিষপান করেন। ২৪ মার্চ বাড়ি থেকে অভিনাথের মরদেহ উদ্ধার ক রা হয়। পরিবারে অভিযোগ, জমিতে সেচের পানি না দেওয়ার কারণে বিষপান করেছেন তারা। পরদিন অভিনাথের স্ত্রী রোজিনা হেমব্রম গোদাগাড়ী থানায় গিয়ে সাখাওয়াতকে একমাত্র আসামি করে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা করেন।
এর পর হাসপাতালে মারা যান রবি। তখন তার ভাই সুশীল মারান্ডি বাদী হয়ে আরেকটি মামলা করেন।
মামলার এজাহারে বলা হয়, পানি না দিয়ে দুই কৃষককে বিষ খেতে বলেছিলেন অপারেটর সাখাওয়াত।
ওআ/