রাত তিনটায় ট্রাক আঘাত করে মাদরাসার দেয়ালে ১২ শিক্ষার্থী আহত


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০১:৪১ অপরাহ্ন, ১০ই অক্টোবর ২০২৪


রাত তিনটায় ট্রাক আঘাত করে মাদরাসার দেয়ালে ১২ শিক্ষার্থী আহত
ছবি: প্রতিনিধি

হাড়িভাঙ্গা তালিমুল ইনসান হাফেজিয়া মাদ্রাসায় মহাসড়কের ডাম ট্রাক প্রবেশ করে ১২ জন শিক্ষার্থী আহত হয়।


বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাত ৩টায় লালমনিরহাট টেকনিক্যাল ট্রেনিং সেন্টার এর সামনে এভিয়েশন বিশ্ববিদ্যালয়ের পুর্বে অবস্থিত হাফিজিয়া মাদ্রাসার দেয়ালে ট্রাক আঘাত করলে এ দুর্ঘটনা ঘটে।


আরও পড়ুন: লালমনিরহাটে বন্যার্তদের মাঝে বিএনপির ত্রাণ বিতরণ


চালক ঘুমিয়ে যাওয়ার কারনে রাস্তার পাশের মাদ্রাসার দেয়ালের সাথে সংঘর্ষ হয় এবং দেয়াল ভেঙ্গে পড়ে। এতে ঘুমন্ত ছোট ছোট ছাত্রদের উপর দেয়াল ভেঙে পড়ে কয়েকজন ছাত্র আহত হয়। পরবতীতে সেনাবাহিনী আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যায়। শিক্ষার্থীদের মধ্য ৩জন এর অবস্থা আশঙ্কাজনক।


মাদ্রাসা কমিটির কয়েক জন সদস্য জানায়, মহাসড়ক থেকে মাদ্রাসাটি ৫ ফিট কাছেই হওয়ায় ঝুকিপূর্ণ অবস্থায় রয়েছে। সড়ক ভবন কতৃপক্ষ মাদ্রাসা সামনের অংশে গাইড ওয়াল অথবা গার্ডার নির্মাণ করে দেয় তাহলে ঝুঁকি কমবে। মাদ্রাসা ছাত্রদের কয়েকজন সাথে কথা বলে জানা যায় তারা সব সময় আতঙ্ক ও ভয়ের মধ্যে থাকে।


আরও পড়ুন: লালমনিরহাটে ৩৬৩ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারি আটক


লালমনিরহাট সদর থানা অফিসার ইনচার্জ আ. কাদের জানায় যে বিষয়টটি আমাদের জানানো হয় নি। এখনে জানতে পারলাম। আমরা খুব দ্রুত খোজ নিচ্ছি।


এমএল/