লালমনিরহাটে ৩৬৩ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারি আটক
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০৮:৪৯ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৪
লালমনিরহাট র্যাবের অভিযানে লালমনিরহাট জেলা থেকে ৩৬৩ বোতল ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৩।
শনিবার (২১ সেপ্টেম্বর) রাত ১টায় ব্যাটালিয়ন সদর রংপুরের র্যাবের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে লালমনিরহাট জেলার আদিতমারি থানার দুইজন মাদক কারবারি তাদের বসতবাড়িতে অবৈধ মাদক ক্রয় বিক্রয়ের জন্য অবস্থান করছে।
আরও পড়ুন: লালমনিরহাটে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত
র্যাবের উপস্থিতি টের পেলে মাদক ব্যাবসায়ী মজিবর ও স্বপন পালানোর চেষ্টা করে এবং ৩৬৩ বোতল ফেনসিডিল সহ র্যাবের হাতে আটক হয়। পরবর্তী কার্যক্রমের জন্য আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করে র্যাব।
শনিবার বিকাল ৫টায় অধিনায়কের পক্ষে র্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সালমান নূর আলম একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
এমএল/