বিএনপি খড়কুটো আঁকড়ে ধরে রাজনীতি টিকিয়ে রাখতে চায়: তথ্যমন্ত্রী


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


বিএনপি খড়কুটো আঁকড়ে ধরে রাজনীতি টিকিয়ে রাখতে চায়: তথ্যমন্ত্রী

নিত্যপণ্যের দামের ইস্যুকে খরকুটোর মতো আঁকড়ে ধরতে বিএনপি চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। 

তিনি বলেন, ‘বিএনপি আসলে কোনো ইস্যু পাচ্ছে না, তাই খরকুটো আকড়ে ধরে তাদের রাজনীতি টিকিয়ে রাখতে চায়।’

রবিবার (৩ এপ্রিল) সচিবালয়ে নিজ দপ্তরে এক সভার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ড. হাছান মাহমুদ বলেছেন, ‘দ্রব্যমূল্য পুরো পৃথিবীতেই বেড়েছে। শ্রীলঙ্কার অবস্থা দেখুন। ভারত, পাকিস্তান, ইউরোপ, আমেরিকা, সব জায়গায় দ্রব্যমূল্য বেড়েছে। এর মূল কারণ হলো করোনা এবং সাম্প্রতিক সময়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ।’

মন্ত্রী বলেন, ‘ইউরোপে খাদ্য ও ভোগ্যপণ্যের দাম কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ। অন্যান্য দেশেও একই অবস্থা। আমাদের দেশেও কিছু-কিছু বেড়েছে। যেগুলো মূলত আমদানি নির্ভর পণ্য, সেগুলোরই দাম বেড়েছে।’

বিএনপির সরকার পতন আন্দোলন নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যারা পুরুষ হয়ে বোরকা পরে হাইকোর্টে গিয়ে জামিন চায়, তারা যখন সরকার পতনের আন্দোলনের কথা বলে মানুষও হাসে, বানরও হাসে। তাদের এগুলো খালি কলসি বেশি বাজার মতো, আমরা এগুলো বহুদিন ধরে শুনে আসছি। ’

তথ্যমন্ত্রী বলেন, ‘যতোই পতনের আন্দোলন বলেন, এই পতনের আন্দোলনতো ২০০৯ সাল থেকে শুরু করেছে। এরপর জনগণ আরও দুইবার ভোট দিয়ে আমাদের দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছেন। আগামী নির্বাচনেও ইনশাল্লাহ ধস নামানো বিজয়ের মাধ্যমে দেশ চালানোর দায়িত্ব জনগণ আমাদের দেবে সেটিই আমরা বিশ্বাস করি ‘

ওআ/