ফুলবাড়িয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের র‌্যালি


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০৭:৩৮ অপরাহ্ন, ১৪ই অক্টোবর ২০২৪


ফুলবাড়িয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের র‌্যালি
ছবি: প্রতিনিধি

আগামী প্রজন্মকে সক্ষম করি দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি’ স্লোগানের আলোকে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। 


শনিবার (১২ অক্টোবর) উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত র‌্যালির নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার কাবেরী জালাল। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ সাখাওয়াত হোসেন, ইউপি সচিব, ওয়ার্ল্ড ভিশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 


আরও পড়ুন: ভিমরুলের কামড়ে বাবা-মেয়ের পর প্রাণ গেল ছেলের


জানাযায়, ১৯৮৯ সাল থেকে প্রতিবছর ১৩ অক্টোবর সারা বিশ্বে ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস’পালিত হয়ে আসছে। দুর্যোগের ঝুঁকি কমাতে জনগণ ও সংশ্লিষ্টদের সচেতনতা বৃদ্ধির জন্যই এ উদ্যোগ। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।

 

ভৌগোলিক অবস্থানগত কারণে জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগে সবচেয়ে ঝুঁকিতে বাংলাদেশ। গত দুই দশকে এ ভূখণ্ডে ১৮৫টি প্রাকৃতিক দুর্যোগ আঘাত হেনেছে। এতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত উপকূলীয় প্রান্তিক জনগোষ্ঠী।


এমএল/