Logo

ফুলবাড়ীতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

profile picture
উপজেলা প্রতিনিধি
কুড়িগ্রাম
৫ নভেম্বর, ২০২৫, ১৫:৫৯
9Shares
ফুলবাড়ীতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
ছবি: প্রতিনিধি

‎কুড়িগ্রামের ফুলবাড়ীতে ২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় গম, সরিষা, সূর্যমুখী (উফশি), সূর্যমুখী (হাইব্রিড), চিনাবাদাম, পেঁয়াজ, মুগ, মসুর, খেসারি ও অড়হড় ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক ২৮৭৫ জন কৃষকদের মাঝে বিনামূল্যে ও ‎বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (‎৫ নভেম্বর) সকাল দশটায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে আয়োজনে কৃষি অফিস চত্বরে এর উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার রেহেনুমা তারান্নুম, এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা কৃষি অফিসার নিলুফা ইয়াসমিন, উপসহকারী কৃষি কর্মকর্তা আবু হোসেন, আশরাফুল হক, লাইজু বেগম সহ আরো অনেকে।

‎উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী অফিসার রেহেনুমা তারান্নুম কৃষকদের উদ্দেশ্যে বলেন, সরকার কৃষকদের বিনামূল্যে বীজ ও সার দিচ্ছেন সেগুলোকে সঠিকভাবে কাজে লাগিয়ে ফসলের উৎপাদন বাড়াতে হবে।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD