Logo

জুলুমকারীদের বাংলার জমিনে ঠাঁই হবে না: অধ্যক্ষ মু. কামরুল হাসান

profile picture
জেলা প্রতিনিধি
ময়মনসিংহ
৫ নভেম্বর, ২০২৫, ১৯:২৩
24Shares
জুলুমকারীদের বাংলার জমিনে ঠাঁই হবে না: অধ্যক্ষ মু. কামরুল হাসান
ছবি: প্রতিনিধি

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ২নং পুটিজানা ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে এক নির্বাচনী কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যায় পুটিজানা ইউনিয়নের এমপি মার্কেটে অনুষ্ঠিত নির্বাচনী কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মোঃ ইব্রাহিম খলিল, সঞ্চালনা করেন সাবেক ইউনিয়ন আমীর লুৎফর রহমান।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর ও ময়মনসিংহ-৬ (ফুলবাড়ীয়া) আসনের মনোনীত প্রার্থী অধ্যক্ষ মু. কামরুল হাসান মিলন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুর রশিদ ফরাজী, উপজেলা জামায়াতের আমীর মাওলানা ফজলুল হক শামীম, উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ মোঃ গোলাম মোস্তফা, ও সেক্রেটারি ডাঃ মোঃ আব্দুর রাজ্জাকসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

সভায় উপজেলা জামায়াতের আমীর মাওলানা ফজলুল হক শামীম বলেন,আমরা ন্যায় ও সত্যের পথে চলি। শহীদ সাঈদী সাহেবকে ইনজেকশন দিয়ে হত্যা করা হয়েছে।এটা জাতির সঙ্গে নির্মম প্রতারণা।আমরা সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত সমাজ গড়তে বদ্ধপরিকর।

প্রধান অতিথি অধ্যক্ষ মুহাম্মদ কামরুল হাসান মিলন বলেন, জুলুমকারীদের বাংলার জমিনে ঠাঁই হবে না।জামায়াতে ইসলামী ধর্মের নামে ব্যবসা করে না।আমরা ইসলামের নামে মানুষকে ধোঁকা দেই না। আমাদের লক্ষ্য কেবল আল্লাহর আইন প্রতিষ্ঠা করা। যদি সুযোগ পাই, ইনশাআল্লাহ ক্ষমতায় গিয়ে আল্লাহর বিধান বাস্তবায়ন করবো।

তিনি আরও বলেন,দেশে যে অন্যায়, দুর্নীতি, লুটপাট ও অন্যায়ের রাজত্ব চলছে এর অবসান ঘটাতে ইসলামী আন্দোলনের বিকল্প নেই। জনগণ ইসলামকে ভালোবাসে, আল্লাহর আইন চায়, তাই আসন্ন নির্বাচনে আল্লাহভীরু মানুষদের এক কাতারে দাঁড়াতে হবে।ইসলামী আদর্শের ভিত্তিতে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠাই জামায়াতে ইসলামী’র মূল লক্ষ্য। উপস্থিত কর্মীরা আসন্ন নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার শপথ নেন। দাঁড়িপাল্লায় ভোট চাই।

বিজ্ঞাপন

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD