Logo

শ্রীমঙ্গলে শিয়ালের কামড়ে ১৬ জন আহত

profile picture
জেলা প্রতিনিধি
মৌলভীবাজার
৫ নভেম্বর, ২০২৫, ২০:১৩
14Shares
শ্রীমঙ্গলে শিয়ালের কামড়ে ১৬ জন আহত
প্রতীকী ছবি।

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় শিয়ালের কামড়ে অন্তত ১৬ জন আহত হয়েছেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার বিকেল থেকে বুধবার সকাল পর্যন্ত উপজেলার আশিদ্রোন ইউনিয়নের শংকরসেনা, টিকরিয়া (ফটকি) এবং সিন্দুরখান ইউনিয়নের সাইটুলা ও হুগলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন—টিকরিয়া ফটকি গ্রামের নাজমা বেগম (৪০), লুবনা বেগম (১৬), মো. আব্দুল জলিল (৪০), আব্দুল মোমেন (৩০), পিয়ারা বেগম (৬০) শংকরসেনা গ্রামের আমেনা বেগম (৩০), নুরে আলম ফেরদাউস (১৩), মামুন মিয়া (২৫), রাহিদ মিয়া (১০), রেহেনা আক্তার (২০), হোসাইন আহমদ (১৩), সুমন মিয়া (২৩), মো. আতিকুল (২১), নাঈম মিয়া (১৭), সাইটুলা গ্রামের রনি কুর্মি (২১) এবং হুগলিয়া গ্রামের সাজনা বেগম (৪৫)।

বিজ্ঞাপন

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, শিয়ালের কামড়ে আহত সবাইকে হাসপাতালে এনে প্রাথমিক চিকিৎসা ও ভ্যাকসিন দেওয়া হয়েছে। এর মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুটি শিয়াল অস্বাভাবিক আচরণ করতে থাকে। হঠাৎ দৌড়ে এসে পথচারীদের পা ও হাঁটুর নিচে কামড় দেয়। কেউ কেউ শিয়ালটিকে তাড়ানোর চেষ্টা করলে ধস্তাধস্তিও হয়। পরে শিয়াল দুটি পালিয়ে যায়। এখন পর্যন্ত এই দুটি শিয়ালের আক্রমণে অন্তত ১৬ জন আহত হয়েছেন। এর মধ্যে ফটকি গ্রামের লোকজন একটি শিয়ালকে ধরে মেরে ফেলেছেন।

আহত পিয়ারা বেগম বলেন, ‘সকালে ঘুম থেকে উঠে বাড়ির উঠান ঝাড়ু দিতে গেলে একটি শিয়াল এসে আমার পায়ে কামড় দিয়ে পালিয়ে যায়।’

বিজ্ঞাপন

আরেক আহত ব্যক্তি মামুন মিয়া বলেন, ‘রাতে বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ একটি শিয়াল এসে পায়ে কামড় দিয়ে পালিয়ে যায়। কিছুক্ষণ পরই গ্রামের আরও কয়েকজনকে কামড় দেয়।’

এ বিষয়ে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মৌমিতা বৈদ্য বলেন, ‘মঙ্গলবার বিকেল থেকে বুধবার সকাল পর্যন্ত শিয়ালের কামড়ে আহত ১৬ জন রোগী হাসপাতালে আসেন। সবাইকে চিকিৎসা ও ভ্যাকসিন দেওয়া হয়েছে। এর মধ্যে চারজনকে মৌলভীবাজার সদর হাসপাতালে রেফার করা হয়েছে, বাকিরা চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।’

বিজ্ঞাপন

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD