গোপালগঞ্জ জেলা পুলিশের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


গোপালগঞ্জ জেলা পুলিশের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পবিত্র মাহে রমজান ২০২২ উপলক্ষে সারা দেশের ন্যায় গোপালগঞ্জেও জেলা পুলিশের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩ মার্চ) বিকালে গোপালগঞ্জ পুলিশ লাইন্সে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা। পুলিশ লাইন্স ছাড়াও ট্রাফিক পুলিশ ইউনিট এবং জেলার প্রতিটি থানায় ও ফাঁড়িতে একযোগে ইফতার ও দোয়া মাহফিলের এ আয়োজন করা হয়।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুর রহমান, নিহাদ আদনান তাইওয়ান, মো. সাখাওয়াত হোসেন, সহকারী পুলিশ সুপার মো. মিজানুর রহমান সহ পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ, জেলা পুলিশের নারী ও পুরুষ পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে ইফতারের পূর্বে পবিত্র ফাতেহা ও দুরুদ পাঠ শেষে '৭১-এর মহান স্বাধীনতা যুদ্ধে নিহত শহীদ পুলিশ সদস্যবৃন্দ সহ সকল শহীদের রুহের মাগফিরাত কামনায়, বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায়, বাংলাদেশ পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদ বিপিএম (বার), ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) -এর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এবং পবিত্র রমজান মাসের ৩০টি রোজা সহীহ ও শুদ্ধভবে পালনের তৌফিক চেয়ে  বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

এসএ/