Logo

বেসিসের সাবেক সভাপতি আলমাস কবীর গ্রেফতার

profile picture
জনবাণী ডেস্ক
১৬ অক্টোবর, ২০২৪, ০২:২৯
52Shares
বেসিসের সাবেক সভাপতি আলমাস কবীর গ্রেফতার
ছবি: সংগৃহীত

গুলশান থেকে তাকে গ্রেফতার করে মোহাম্মদপুর থানা পুলিশের একটি দল।

বিজ্ঞাপন

পলকের ঘনিষ্ঠ বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি সৈয়দ আলমাস কবীরকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৪ অক্টোবর) রাতে গুলশান থেকে তাকে গ্রেফতার করে মোহাম্মদপুর থানা পুলিশের একটি দল।  তার বিরুদ্ধে রাজধানীর মোহাম্মদপুর থানায় হত্যা মামলা রয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান।

বিজ্ঞাপন

হত্যা মামলার ঘটনায় গেল ২৭ সেপ্টেম্বর রাজধানীর মোহাম্মদপুর থানায় ওবায়েদুল হক নামে এক ব্যক্তি মামলা করেন। এতে সৈয়দ আলমাস কবীর, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, জাহাঙ্গীর কবির নানকসহ ৮২ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাত আসামি করা হয়েছে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের অন্তত দেড়শ নেতাকর্মীকে।

বিজ্ঞাপন

এজাহার সূত্রে জানা যায়, আসামি সৈয়দ আলমাস কবীর ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলা করতে নির্দেশ দিয়েছেন।

বিজ্ঞাপন

গেল ২০০৬ সাল থেকে আলমাস কবীর মেট্রোনেটের সিইও ছিলেন। তিনি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) একজন সহযোগী অধ্যাপক ছিলেন। এ ছাড়াও, তিনি আইইউবি, নর্থ সাউথ ইউনিভার্সিটি এবং সিটি ইউনিভার্সিটিতে বিভিন্ন প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন। আলমাস কবির জাতীয় বিশ্ববিদ্যালয় এবং নর্দার্ন ইউনিভার্সিটিরও অতিথি শিক্ষক ছিলেন।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD