৪৩তম বিসিএসে নিয়োগ পেলেন ২ হাজার ৬৪ জন


Janobani

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৯:২৩ অপরাহ্ন, ১৫ই অক্টোবর ২০২৪


৪৩তম বিসিএসে নিয়োগ পেলেন ২ হাজার ৬৪ জন
ছবি: সংগৃহীত

৪৩তম বিসিএস থেকে দুই হাজার ৬৪ জনকে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারের প্রবেশ পদে নিয়োগ দেওয়া হয়েছে। 


মঙ্গলবার (১৫ অক্টোবর) তাদের নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে থেকে এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়।


আরও পড়ুন: দুই হাত নেই, পা দিয়ে লিখে আলিম পাস করলেন নাটোরের রাসেল


এতে বলা হয়,  ৪৩তম বিসিএস পরীক্ষা-২০২০ এর মাধ্যমে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সুপারিশক্রমে ২ হাজার ৬৪ জন প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারের প্রবেশ পদে জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুসারে ২২০০০-৫৩০৬০ টাকা বেতনক্রমে নিয়োগ দেওয়া হলো।


গত ২০২৩ সালের ২৬ ডিসেম্বর ৪৩তম বিসিএস থেকে ২ হাজার ৮০৫ জনকে নিয়োগের সুপারিশ করে পিএসসি।


আরও পড়ুন: ৬৫ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেননি কেউ


সিদ্ধান্ত অনুযায়ী, ২ হাজার ১৬৩ জনকে ক্যাডার পদে এবং ৬৪২ জনকে নন-ক্যাডার পদে নিয়োগের সুপারিশ করা হয়। এই বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল ২০২০ সালের ৩০ নভেম্বরে। সেই হিসাবে প্রায় চার বছর পর নিয়োগ প্রক্রিয়া শেষ হলো।


জেবি/এসবি