Logo

দুই হাত নেই, পা দিয়ে লিখে আলিম পাস করলেন নাটোরের রাসেল

profile picture
জনবাণী ডেস্ক
১৬ অক্টোবর, ২০২৪, ০৫:৫৬
71Shares
দুই হাত নেই, পা দিয়ে লিখে আলিম পাস করলেন নাটোরের রাসেল
ছবি: সংগৃহীত

অভাব-অনটনের মধ্যেও রাসেলের পড়াশোনার প্রতি আলাদা স্পৃহা দেখে তার দরিদ্র বাবা-মা হাল ছাড়েননি।

বিজ্ঞাপন

দুই হাত নেই, পা দিয়ে লিখে আলিম পাস করেছেন নাটোরের সিংড়া উপজেলার প্রতিবন্ধী শিক্ষার্থী রাসেল মৃধা। উপজেলার শোলাকুড়া ইসলামিয়া আলিম মাদরাসা থেকে চলতি বছর আলিম পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ ৩ দশমিক ২৯ পেয়ে উত্তীর্ণ হয়েছেন তিনি।

মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকেলে  শোলাকুড়া ইসলামিয়া আলিম মাদরাসারপ্রতিষ্ঠানটির অধ্যক্ষ মাওলানা মো. মোতাররফ হোসেন বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি বলেন, “অভাব-অনটনের মধ্যেও রাসেলের পড়াশোনার প্রতি আলাদা স্পৃহা দেখে তার দরিদ্র বাবা-মা হাল ছাড়েননি।”

জানা যায়, রাসেল মৃধা সিংড়া পৌর শহরের শোলাকুড়া মহল্লার দিনমজুর আব্দুর রহিম মৃধার ছেলে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

শিক্ষার্থী রাসেল মৃধা বলেন, “আলিম পাস করায় আমি খুব আনন্দিত। আমার লেখাপড়ার পেছনে সবচেয়ে বেশি অবদান মা-বাবার। তাদের পাশাপাশি শিক্ষকরাও আমাকে সহযোগিতা করেছেন। আমি উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির সেবা করতে চাই।”

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD