Logo

রাজধানীতে কিন্ডারগার্টেনে শিশু নির্যাতনের ভিডিও ছড়িয়ে পড়ায় তোলপাড়

profile picture
নিজস্ব প্রতিবেদক
২২ জানুয়ারি, ২০২৬, ১১:৩৯
রাজধানীতে কিন্ডারগার্টেনে শিশু নির্যাতনের ভিডিও ছড়িয়ে পড়ায় তোলপাড়
ছবি: সংগৃহীত

রাজধানীর পল্টন এলাকায় একটি কিন্ডারগার্টেন স্কুলে এক শিশু শিক্ষার্থীকে শারীরিক নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, আনুমানিক চার থেকে পাঁচ বছর বয়সী ওই শিশুকে স্কুলের ভেতর অফিস কক্ষে নিয়ে গিয়ে দুজন শিক্ষক দফায় দফায় নির্যাতন করেন।

বিজ্ঞাপন

ঘটনাটি প্রকাশ্যে আসার পর অভিযুক্ত শিক্ষকদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবির পাশাপাশি সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানটি বন্ধ করে দেওয়ার দাবি উঠেছে।

বুধবার (২১ জানুয়ারি) রাতে প্রথম ভিডিওটি সামাজিক মাধ্যমে প্রকাশ করেন আইনজীবী সালেহ উদ্দীন। সিসিটিভি ফুটেজে দেখা সময় অনুযায়ী, ঘটনাটি ঘটে গত ১৮ জানুয়ারি। পরে পুলিশ নিশ্চিত করে, ভিডিওটি পল্টনের নয়াপল্টন এলাকার ‘শারমিন একাডেমি’ নামের একটি কিন্ডারগার্টেন স্কুলের।

বিজ্ঞাপন

ভাইরাল হওয়া ফুটেজে দেখা যায়, এক নারী শিক্ষক শিশুটিকে হাত ধরে অফিস কক্ষে নিয়ে যান। সেখানে উপস্থিত এক পুরুষ শিক্ষক শিশুটির মুখ, মাথা ও গলা চেপে ধরেন। এ সময় নারী শিক্ষক শিশুটির হাত শক্ত করে ধরে রাখেন। কিছুক্ষণ পরপর ওই শিক্ষক শিশুটির ওপর শারীরিক আঘাত চালান এবং তাকে ভয়ভীতি দেখানো হয়। ভিডিওতে শিশুটিকে চুপ থাকতে ইশারা করতেও দেখা যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর অভিভাবক মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। অনেক অভিভাবক বলেন, স্কুলকে শিশুদের ‘দ্বিতীয় ঘর’ বলা হয়। সেখানে যদি শিশুরা নিরাপদ না থাকে, তাহলে এমন প্রতিষ্ঠান চালু থাকার কোনো যৌক্তিকতা নেই।

অভিভাবক ঐক্য ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিয়াউল কবির দুলু বলেন, সচিবালয়ের কাছাকাছি পল্টনের মতো গুরুত্বপূর্ণ এলাকায় একটি শিক্ষাপ্রতিষ্ঠানে এমন অমানবিক ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি প্রশ্ন তুলে বলেন, যারা কোমলমতি শিশুকে এভাবে নির্যাতন করে, তারা কখনোই শিক্ষক হতে পারে না। অভিযুক্তদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি। একই সঙ্গে বিষয়টি নিয়ে শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, ভিডিওটি ভাইরাল হওয়ার পরপরই অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত শুরু করা হয়েছে। ইতোমধ্যে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েকজনকে থানায় ডাকা হয়েছে।

পল্টন থানা পুলিশ জানায়, ভিডিও বিশ্লেষণ করে ঘটনার স্থান নিশ্চিত করা হয়েছে এবং নির্যাতনের সঙ্গে জড়িত অন্তত একজনকে শনাক্ত করা হয়েছে। তিনি ওই প্রতিষ্ঠানের পরিচালক শারমিন আক্তার। তাদের থানায় হাজির হওয়ার জন্য নোটিশ দেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। বিষয়টি আইনগত প্রক্রিয়ায় রয়েছে।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল খান বলেন, অভিভাবকদের অভিযোগ দেওয়ার জন্য বলা হয়েছে। তারা সময় নিয়েছেন। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

এ বিষয়ে বক্তব্য জানতে শারমিন একাডেমির পরিচালক শারমিন আক্তারের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। একইভাবে প্রতিষ্ঠানটির অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া নম্বরেও কোনো সাড়া পাওয়া যায়নি।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD