Logo

এনটিআরসিএ’র ৭ম বিশেষ নিয়োগ সুপারিশের ফলাফল প্রকাশ

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৮ জানুয়ারি, ২০২৬, ১৫:০৮
এনটিআরসিএ’র ৭ম বিশেষ নিয়োগ সুপারিশের ফলাফল প্রকাশ
ছবি: সংগৃহীত

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের লক্ষ্যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) বুধবার (২৮ জানুয়ারি) ৭ম বিশেষ নিয়োগ সুপারিশের ফলাফল প্রকাশ করেছে।

বিজ্ঞাপন

এনটিআরসিএর পরিচালক (শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান) তাসনিম জেবিন বিনতে শেখ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ৪ জানুয়ারি প্রকাশিত বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় আবেদনকারী প্রার্থীদের মধ্যে মেধাক্রম এবং প্রার্থীদের পছন্দক্রমের ভিত্তিতে এমপিওভুক্ত শূন্য পদে প্রাথমিকভাবে শিক্ষক নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।

এনটিআরসিএয়ের পক্ষ থেকে বলা হয়েছে, প্রথম প্রবেশ পর্যায়ের (এন্ট্রি লেভেল) শিক্ষক নিয়োগের এই সুপারিশ প্রতিষ্ঠানগুলোর চাহিদা অনুযায়ী করা হয়েছে।

নির্বাচিত প্রার্থীরা এনটিআরসিএর নির্ধারিত ওয়েবসাইট এবং টেলিটকের বিশেষ সেবা বক্স (http://ngi.teletalk.com.bd) থেকে তাদের ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে ফলাফল দেখতে পারবেন।

বিজ্ঞাপন

তাছাড়া, সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরাও তাদের প্রতিষ্ঠানের জন্য নির্বাচিত প্রার্থীদের তথ্য দেখতে পারবেন। এজন্য প্রতিষ্ঠান প্রধানদের নিজস্ব ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে নির্ধারিত লিংকে লগইন করতে হবে।

এনটিআরসিএ’র এই উদ্যোগ বেসরকারি শিক্ষা খাতে যোগ্য শিক্ষকদের নিয়োগ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD