জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স পরীক্ষার রুটিন প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৩ সালের মাস্টার্স (শেষ পর্ব) পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ৩০ মার্চ থেকে পরীক্ষা শুরু হয়ে ৭ মে পর্যন্ত চলবে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই রুটিন প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৩ সালের এমএ, এমএসএস, এমবিএ, এমএসসি, এম মিউজ, আইসিটি এবং লাইব্রেরি সায়েন্স শেষপর্বের পরীক্ষাগুলো নির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। সাপ্তাহিক ছুটি ও সরকারি ছুটির দিন বাদে প্রতিদিন দুপুর ১টা থেকে পরীক্ষা শুরু হবে।
বিজ্ঞাপন
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, কোনো কারণ দর্শানো ব্যতিরেকে কর্তৃপক্ষ পরীক্ষার তারিখ ও সময় পরিবর্তন করার ক্ষমতা সংরক্ষণ করে। পরীক্ষার বিস্তারিত রুটিন বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।
রুটিন দেখতে এখানে ক্লিক করুন








