Logo

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের শেষ সুযোগ আজ

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩১ জানুয়ারি, ২০২৬, ১৩:৩২
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের শেষ সুযোগ আজ
ফাইল ছবি।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি আবেদন আজ শনিবার (৩১ জানুয়ারি) শেষ হচ্ছে। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা দিবাগত রাত ১২টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। তবে আবেদনের ফি জমা দেওয়া যাবে আগামী ২ ফেব্রুয়ারি পর্যন্ত।

বিজ্ঞাপন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগ্রহী শিক্ষার্থীরা ভর্তিবিষয়ক ওয়েবসাইট www.nu.ac.bd/admissions থেকে আবেদন ফরম পূরণ করবেন। আবেদনের অন্যান্য সব শর্ত অপরিবর্তিত থাকবে। ভর্তি পরীক্ষার সময় ও কেন্দ্রের তালিকা পরবর্তী সময়ে প্রকাশ করা হবে।

উল্লেখ্য, ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য আলাদাভাবে ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়া হবে। এই পরীক্ষায় ১ ঘণ্টার মধ্যে ১০০টি প্রশ্নের উত্তর দিতে হবে।

বিজ্ঞাপন

শিক্ষার্থীদের চতুর্থ বিষয়সহ এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএ থেকে যথাক্রমে ৪০ শতাংশ ও ৬০ শতাংশ হিসাবে ১০০ নম্বর ও এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার ১০০ নম্বরসহ সর্বমোট ২০০ নম্বরের ভিত্তিতে প্রতিটি কলেজের জন্য আলাদাভাবে বিষয় পছন্দক্রম অনুসারে বিষয়ভিত্তিক মেধাতালিকা প্রণয়ন করা হবে। এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় ভুল উত্তরের জন্য কোনো নম্বর কর্তন করা হবে না।

বিজ্ঞপ্তি দেখুন এখানে

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD