Logo

কারিগরি পরীক্ষার সূচিতে পরিবর্তন

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৭ জানুয়ারি, ২০২৬, ১৯:১৬
কারিগরি পরীক্ষার সূচিতে পরিবর্তন
ফাইল ছবি।

৫০তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার কারণে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের একটি পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে।

বিজ্ঞাপন

কারিগরি শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৩০ জানুয়ারি (শুক্রবার) সকাল ৯টা ৩০ মিনিটে অনুষ্ঠিতব্য ‘বেসিক ইলেকট্রিসিটি’ (২৬৭১১) বিষয়ের পরীক্ষা একই দিনে বেলা ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।

এ ছাড়া ওই দিন বেলা ২টা ৩০ মিনিটে নির্ধারিত ‘সার্ভে ক্যাড’ (২৭৮৩২) ও ‘ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিকস’ (২৬৮৩৩) বিষয়ের পরীক্ষাগুলোর তারিখও পরিবর্তন করা হয়েছে।

বিজ্ঞাপন

পরিবর্তিত সূচি অনুযায়ী, এসব বিষয়ের ব্যবহারিক পরীক্ষা আগামী ১ ফেব্রুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১ ফেব্রুয়ারির ব্যবহারিক পরীক্ষা তৃতীয় ও চতুর্থ শিফটে গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়েছে।

কারিগরি শিক্ষা বোর্ড জানিয়েছে, পরীক্ষার তারিখ ও সময় পরিবর্তন হলেও আগে জারি করা বিজ্ঞপ্তির অন্য সব শর্তাবলি অপরিবর্তিত থাকবে। পরীক্ষার পরিবর্তিত এই সময়সূচি সংশ্লিষ্ট সব কেন্দ্র ও শিক্ষাপ্রতিষ্ঠানকে ইতোমধ্যেই জানানো হয়েছে। বিস্তারিত তথ্য বোর্ডের ওয়েবসাইট থেকে জানা যাবে।

বিজ্ঞাপন

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD