ঘরের সিঁধ কেটে হাত-পা বেঁধে প্রধান শিক্ষিকাকে হত্যা
জেলা প্রতিনিধি
প্রকাশ: ১১:৫২ পূর্বাহ্ন, ২১শে অক্টোবর ২০২৪

নড়াইলের লোহাগড়ায় ঘরের সিঁধ কেটে হাত-পা বেঁধে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সবিতা রানী মন্ডলকে (৫০) হত্যা করেছে দুর্বৃত্তরা।
রবিবার (২০ অক্টোবর) উপজেলার ইতনা ইউনিয়নের চরদৌলতপুর গ্রামের রথখোলা পাড়ায় এ ঘটনা ঘটে। তাকে রাতের কোনো এক সময় হত্যা করা হয়েছে।
আরও পড়ুন: মুজিবনগরে পরিত্যাক্ত অবস্থায় ২৮৩ বোতল ফেনসিডিল উদ্ধার
নিহত সবিতা চরদৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ওই গ্রামের পরিতোষ মন্ডলের স্ত্রী ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রবিবার রাতে সবিতা রানী মন্ডল ঘরে বসে ল্যাপটপে বিদ্যালয়ের কাজ করছিলেন। তার স্বামী পাশের ঘরে ছিলেন। অনেক রাত হয়ে গেলে সবিতার কোনো সাড়া না পেয়ে পরিতোষ মন্ডল তাকে ডাকতে এসে ঘরের ভিতর থেকে দরজা লাগানো দেখতে পায়। পরে অন্যদের ডেকে এনে দরজা ভেঙ্গে দেখতে পান সবিতার হাত-পা বাধা এবং মুখে কাপড় গোঁজা অবস্থায় পড়ে রয়েছে। পরে সোমবার (২১ অক্টোবর) সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে ঘরের পেছন দিকে সিঁধ কাটা দেখতে পাই । তবে ধারণা করা যাচ্ছে সিঁদ দিয়ে ঘরে ঢুকে দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় গৃহবধূকে গলাকেটে হত্যা
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রথমিকভাবে ধারণা করা হচ্ছে, চোরেরা চুরি করার জন্য সিঁধকেট ঘরে ঢুকে তাকে হত্যা করেছে। বিষয়টি তদন্ত করে বিস্তারিত বলা যাবে।
আরএক্স/
বিজ্ঞাপন
পাঠকপ্রিয়
আরও পড়ুন

শিক্ষার্থীদের চমকে দিতে স্কুল ব্যাগ নিয়ে হাজির ইউ এনও

তালায় ভয়াবহ ভাঙন ঠেকাতে টেকসই বেড়িবাঁধ নির্মাণে কাজ শুরু

অসুস্থ নারীকে সরকারি অফিসে তালাবন্ধ করে চলে গেলেন কর্মকর্তারা!

চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির পথসভায় সংগঠনের আহবায়ক নাহিদ ইসলাম
