সড়কে র‌্যাব সদস্য নিহতের ঘটনায় পিকআপসহ চালক আটক


Janobani

নিজস্ব প্রতিনিধি

প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২২


সড়কে  র‌্যাব সদস্য নিহতের ঘটনায় পিকআপসহ চালক আটক

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে পিকআপ ভ্যানের চাপায় মোটরসাইকেলে থাকা র‌্যাব সদস্য মাহমুদুল হাসান (৩৫)  নিহতের ঘটনায় পিকআপসহ চালক রাসেলকে আটক করেছে চুনারুঘাটের থানা পুলিশ। আটক  রাসেল দেওরগাছ ইউনিয়নের আমতলী এলাকার মৃত কবির মিয়ার ছেলে। 

রোববার ভোররাতে চুনারুঘাট  থানার (ওসি তদন্ত ) মো: আলী আশরাফ  চম্পক দামসহ একদল পুলিশ দেওরগাছ এলাকার অভিযান চালায়।  অভিযানে দৌলতখাআবাদ থেকে ডিআই পিকাপভ্যান যার নং ঢাকা মেট্রো ন ১৯-২৬৩৯ উদ্ধার করেন এবং চালক রাসেলকে আটক করা হয়।  

নিহত র‌্যাব সদস্য মাহমুদুল হাসান (৩৫) যশোর জেলার বাসিন্দা এসএম মুরাদ হোসেনের ছেলে।  

সূত্রে জানা গেছে, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের দুই সদস্য মোটরসাইকেলে করে দায়িত্ব পালনে বের হয়েছিলেন। চৌধুরী ফিলিং স্টেশনের সামনে পৌঁছলে একটি পিকআপ ভ্যান তাদের মোটরসাইকেলটিকে চাপা দিলে দুইজন গুরুতর আহত হন।  তাদেরকে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক সদর  হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক আহত মাহমুদুল হাসানকে মৃত ঘোষণা করেন। 

এ ঘটনায় রোববার বিকেল ৩ টায় র‌্যাব ৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্প চুনারুঘাট থানায় অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার ওসি মোঃ আলী আশরাফ। 

এসএ/