নারী-শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি এড. বজলুল করিম চৌধুরী
জেলা প্রতিনিধি
প্রকাশ: ০১:২৩ অপরাহ্ন, ২৬শে অক্টোবর ২০২৪
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার কৃতি সন্তান মরহুম এছহাক আলী চৌধুরীর পুত্র এ্যাড. বজলুল করিম চৌধুরীকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল- এর পিপি (পাবলিক প্রসিকিউটর) হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
মঙ্গলবার (২২ অক্টোবর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর উইং থেকে উপ- সলিসিটর (জিপি-পিপি) সানা মো. মাহরুফ হোসাইন স্বাক্ষরিত এ সম্পর্কিত নিয়োগ আদেশ জারি করা হয়। এতে আনন্দ প্রকাশ করেছে ফুলবাড়িয়া উপজেলার জনগণ।
আরও পড়ুন: ফুলবাড়িয়ার ইউএনও পিতার মৃত্যুতে জেলা প্রশাসকের শোক
জানাযায়, ফুলবাড়িয়া উপজেলা বি এন পির যুগ্ম আহবায়ক, জেলা জিয়া পরিষদের যুগ্ন সাধারণ সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এড. রেজাউল করিম চৌধুরীর বড় ভাই এড. বজলুল করিম চৌধুরী পিপি হিসেবে নিয়োগ পেয়েছেন। সূত্রে জানা গেছে, এই প্রথম জেলার ফুলবাড়িয়া উপজেলার বাসিন্দা পিপি (পাবলিক প্রসিকিউটর) হলেন। এটি আমাদের জন্য আনন্দের সংবাদ।
এ্যাডভোকেট বজলুল করিম চৌধুরীর বাড়ী ১১ নং রাধাকানাই ইউনিয়নে ঐতিহ্যবাহী চৌধুরী বাড়ির সন্তান। তিনি ময়মনসিংহ নাসিরাবাদ কলেজ থেকে ডিগ্রী নেয়ার পর আইন বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে উচ্চতর ডিগ্রি গ্রহণ করেন। প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, উপজেলা বি এন পির যুগ্ম আহবায়ক আশিকুল হক আশিক, দৈনিক সমকাল পত্রিকার সিনিয়র সাংবাদিক কবীর উদ্দিন সরকার হারুন, প্রেসক্লাব ফুলবাড়িয়ার সভাপতি সাইফুল ইসলাম তরফদারসহ সাংবাদিকবৃন্দ।
আরও পড়ুন: ময়মনসিংহ সীমান্তে যুবকের মৃত্যু, মরদেহ নিয়ে গেল বিএসএফ
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের নবনিযুক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) এড. বজলুল করিম চৌধুরী ময়মনসিংহ জেলা ও দায়রা জজ আদালতে নবনিযুক্ত সকল পিপি, জিপি, এপিপসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়ে বলেন, আমি এ কথা নিশ্চিত করে বলতে পারি যে, দেশে দৃঢ়ভাবে আইনের শাসন প্রতিষ্ঠা এবং প্রতিটি মানুষের ন্যায় বিচার নিশ্চিত করার জন্য যা কিছু আমার পক্ষে করা সম্ভব, তার সবটুকু আমি করব।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আদালতে বিচার কাজে কর্মরত সকল কর্মকর্তা, কর্মচারী ও আইনজীবীগণের সহযোগিতা কামনা করেন। ‘বার (আইনজীবী সমিতি) ও আদালতের পারস্পরিক শ্রদ্ধা, বিশ্বাস এবং সহযোগিতায় ন্যায় ও সুবিচার প্রতিষ্ঠিত হবে। তিনি আরও বলেন, আদালতের কার্যক্রম ও ন্যায় বিচার প্রতিষ্টার কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এমএল/