ফুলবাড়িয়ার ইউএনও পিতার মৃত্যুতে জেলা প্রশাসকের শোক


Janobani

জেলা প্রতিনিধি

প্রকাশ: ০১:০২ অপরাহ্ন, ২৬শে অক্টোবর ২০২৪


ফুলবাড়িয়ার ইউএনও পিতার মৃত্যুতে জেলা প্রশাসকের শোক
ফাইল ছবি

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা নির্বাহী অফিসার কাবেরী জালাল এর পিতা ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া লিল্লাহি রাজিউন। 


বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সন্ধ্যা ৭ ঘটিকার সময় ঢাকা এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জালাল উদ্দিন আহমেদ মৃত্যুবরণ করেন। প্রেস বিজ্ঞপ্তিতে মরহুমের মৃত্যুতে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন ময়মনসিংহ জেলা শাখা ও জেলা প্রশাসক গভীরভাবে শোকাহত। মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন জেলা প্রশাসক মফিজুল আলম, সহকারী কমিশনার (ভূমি) পৌর প্রশাসক পায়রা চৌধুরী।


আরও পড়ুন: কর্মস্থলে অনুপস্থিত থাকায় মুক্তাগাছার ৯ ইউপি চেয়ারম্যানের দায়িত্ব হস্তান্তর

 

এসময় অন্যান্যদের মাঝে গভীর শোক প্রকাশ করেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক প্রচার সম্পাদক, উপজেলা বিএনপির সদস্য ও ফুলবাড়িয়া কলেজের সভাপতি জননেতা আব্দুল করিম সরকার, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আশিকুল হক আশিক, জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ মুহা. কামরুল হাসান মিলন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ সাখাওয়াত হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মো. শফিকুল ইসলাম, প্রেসক্লাব ফুলবাড়িয়ার সভাপতি সাংবাদিক সাইফুল ইসলাম তরফদার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম শফিক প্রমুখ।


নেতৃবৃন্দ মরহুমের রুহের আত্মার মাগফেরাত কামনা করেন। শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করছে এবং পরম করুণাময় আল্লাহর নিকট তার আত্মার চিরশান্তি ও মাগফেরাত কামনা করছে। মহান আল্লাহ রাব্বুল আলামীন তাকে জান্নাতবাসী করুন।


এমএল/