দেয়াল চিকা মারতে গিয়ে যুবলীগের নেতাসহ ৩ জন আটক

ফটিকছড়ি উপজেলায় সদর পৌরসভার বিবিরহাট বাজার এলাকায় প্রকাশ্যে দেয়ালে রাজনৈতিক চিকা লেখার সময় যুবলীগের নেতা সহ ৩জনকে আটক করেছে স্থানীয় জনতা। পরে খবর পেয়ে ফটিকছড়ি থানা পুলিশ তাদেরকে থানায় নিয়ে যায়।
বিজ্ঞাপন
সোমবার (১৫ ডিসেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে পৌর এলাকার ব্যস্ততম বিবিরহাট বাজারে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রকাশ্যে সরকারি ও ধর্মীয় স্থাপনার দেয়ালে রাজনৈতিক স্লোগান লেখার বিষয়টি এলাকাবাসীর নজরে এলে তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাদের আটক করে পুলিশে খবর দেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন: দীঘিনালায় ৭ বিজিবির চেকপোস্ট স্থাপন
পুলিশ সূত্রে জানা যায়, আটককৃতরা ফটিকছড়ি পৌরসভার একটি মসজিদের দেয়াল এবং পৌরসভার আন্ডা মার্কেট এলাকার দেয়ালে চিকা লিখছিলেন। দেয়াল লিখনের সময় তাদের কাছ থেকে রং ও চিকা লেখার সরঞ্জাম উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন মো. তারেক হোসেন (৪২), ফটিকছড়ি পৌরসভা যুবলীগের নেতা; মো. আকরাম হোসেন (২৪), পেশায় বাবুচি; এবং মো. বেলাল উদ্দিন (৫৮), রিকশাচালক।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা যায়, আটককৃতরা দেয়ালে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ গড়বে’ শ্লোগান লিখছিলেন। বিষয়টি এলাকায় উত্তেজনা সৃষ্টি করলে জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে স্থানীয়রা দ্রুত পুলিশকে অবহিত করেন।
এ বিষয়ে ফটিকছড়ি থানা পুলিশের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, অবৈধ দেয়াল লিখন ও জনশৃঙ্খলা বিঘ্নের অভিযোগে আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
বিজ্ঞাপন
উল্লেখ্য, নির্বাচনকে সামনে রেখে অবৈধ প্রচারণা ও দেয়াল লিখনের বিরুদ্ধে প্রশাসনের পক্ষ থেকে কঠোর অবস্থানের কথা আগেই জানানো হয়েছে।








