Logo

হিলি বন্দরে পেঁয়াজ গুদামে তল্লাশি, ৫৩ হাজার টাকা জরিমানা

profile picture
উপজেলা প্রতিনিধি
দিনাজপুর
১৫ ডিসেম্বর, ২০২৫, ২১:০০
2Shares
হিলি বন্দরে পেঁয়াজ গুদামে তল্লাশি, ৫৩ হাজার টাকা জরিমানা
ছবি প্রতিনিধি।

পেঁয়াজের দাম স্বাভাবিক রাখতে দিনাজপুরের হিলি বন্দরে পেঁয়াজের আমদানিকারকদের গুদাম ও বাজারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদাল। মেসার্স রায়হান ট্রেডার্স নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠানকে ৫০ হাজার ও বাজারে পাইকারি পেঁয়াজ ব্যবসায়ীকে ৩ হাজার, মোট ৫৩ হাজার টাকা জরিমানা করেছে।

বিজ্ঞাপন

সোমবার (১৫ ডিসেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। হাকিমপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাব্বির হোসেন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক বোরহান উদ্দিন অভিযানটি পরিচালনা করেন।

অভিযান চলাকালে পেঁয়াজ বিক্রির মূল্য তালিকা প্রদর্শন না করা এবং নির্ধারিত দামের চেয়ে বেশি দামে পেঁয়াজ বিক্রির প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী দুইটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ অর্থদণ্ড প্রদান করা হয়।

বিজ্ঞাপন

অভিযান শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাব্বির হোসেন বলেন, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে কোনো ধরনের কারসাজি বরদাশত করা হবে না। সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক বোরহান উদ্দিন বলেন, ভোক্তাদের অধিকার রক্ষায় আমরা নিয়মিত বাজার মনিটরিং করছি। কেউ যদি অতিরিক্ত মুনাফার আশায় ভোক্তাদের ক্ষতি করে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD