Logo

‘১৭ বছর আ.লীগের এমপিদের সঙ্গে তাল মিলিয়ে চলতে হয়েছে’

profile picture
জেলা প্রতিনিধি
কুমিল্লা
১৫ ডিসেম্বর, ২০২৫, ২১:২৬
8Shares
‘১৭ বছর আ.লীগের এমপিদের সঙ্গে তাল মিলিয়ে চলতে হয়েছে’
ছবি: সংগৃহীত

আসন্ন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। যা সমালোচনার জন্ম দিয়েছে।

বিজ্ঞাপন

১৬ সেকেন্ডের ভাইরাল ওই ভিডিওতে ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীকে বলতে শোনা যায়, ‘১৭ বছর আওয়ামী লীগের এমপিদের সঙ্গে তাল মিলিয়ে চলতে হয়েছে। আমাকে রাজী ফখরুলের সাথে তাল মিলিয়ে চলতে হয়েছে। তারপর আবুল কালাম আজাদ এমপি হইছে। শুধুমাত্র আপনাদেরকে রক্ষা করার জন্য। আপনাদের বাঁচানোর জন্য তাদের সঙ্গে মিলেমিশে থাকতে বাধ্য হয়েছিলাম। নাহলে আপনাদের বিরুদ্ধে অনেক মামলা হতো, অনেকেই এলাকা ছাড়তে বাধ্য হতেন।’

রবিবার (১৪ ডিসেম্বর) থেকে বক্তব্যটি ভাইরাল হতে থাকে। সোমবার (১৫ ডিসেম্বর) সকালে প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন তার ভেরিফায়েড ফেসবুক পেজে বক্তব্যটি পোস্ট করেন। যাতে নেতিবাচক মন্তব্য (কমেন্ট) করতে দেখা গেছে ফেসবুক ব্যবহারকারীদের।

বিজ্ঞাপন

খোঁজ নিয়ে জানা গেছে, বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে দেবিদ্বার উপজেলার গোপালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী উঠান বৈঠকে অংশ নেন ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী। সেখানে ওই বক্তব্য দেন তিনি। দীর্ঘ বক্তব্যের এক সময় বলে ওঠেন আওয়ামী লীগের সাথে তাল মিলিয়ে চলার কথা। যার একটি অংশ ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

বক্তব্যের বিষয়ে ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী গণমাধ্যমকে বলেন, আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল আমাদের পরিবারেরই সন্তান। গত ১৭ বছর নেতাকর্মীরা যে জ্বালা যন্ত্রণায় ছিল, মামলা-মোকদ্দমায় আমাকেসহ। দেবিদ্বার আসনে এমপি ছিল রাজী ফখরুল। সে যেহেতু সম্পর্কে আমাদের ভাই-ব্রাদার হয় আমি তাকে বুঝিয়ে বলেছিলাম আমাদের লোকদের বিরক্ত কইরো না, এতটুকুই।

বিজ্ঞাপন

ভাইরাল বক্তব্যে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, তাতে আমার কিছু যায় আসে না।

কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সী গণমাধ্যমকে বলেন, দেশে একটি নির্বাচনের পরিবেশ চলছে। কথাবার্তা বলার সময় সবারই সতর্কতা অবলম্বন করা উচিত।

বিএনপির কুমিল্লা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া গণমাধ্যমকে বলেন, বক্তব্যটি নিশ্চয়ই দলের নীতি-নির্ধারকদের নজরে এসেছে। এ বিষয়ে ব্যবস্থা নিতে হলে দলের হাইকমান্ড নিশ্চয়ই ব্যবস্থা নিবে। আমাদের লেভেল থেকে ব্যবস্থা নেওয়ার কিছু নেই।

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD