Logo

পঞ্চগড়-১ আসনের মনোনয়ন ফরম কিনলেন সারজিস আলম

profile picture
জেলা প্রতিনিধি
পঞ্চগড়
১৫ ডিসেম্বর, ২০২৫, ২২:১৬
4Shares
পঞ্চগড়-১ আসনের মনোনয়ন ফরম কিনলেন সারজিস আলম
সারজিস আলম | ফাইল ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসন থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম কিনেছেন এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

বিজ্ঞাপন

সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে পঞ্চগড় জেলা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে দলের নেতাকর্মীরা তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

এ বিষয়ে মুঠোফোনে সারজিস আলম বলেন, দলের পক্ষ থেকে আমাকে পঞ্চগড়-১ আসনের প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে। আজ দলের নেতাকর্মীরা মনোনয়ন ফরম কিনেছেন। আমি আশা করি অন্তর্বর্তীকালীন সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়, আইনশৃঙ্খলা বাহিনীসহ নির্বাচন সংশ্লিষ্ট সবাই সর্বোচ্চ দায়িত্বশীল ভূমিকা পালন করবেন।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আমাদের ওসমান হাদী ভাই গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। যারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাস করে না, তারা সুষ্ঠু নির্বাচন বানচাল করার চেষ্টা করবে। গণতান্ত্রিক উত্তরণের যে যাত্রা শুরু হয়েছে, সেখানে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে সর্বোচ্চ কার্যক্রম গ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, সব পক্ষ দায়িত্বশীল হলে আমরা একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের দিকে এগোতে পারব।

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD