বিজয় দিবস ঘিরে শেরপুরের তিন দিনব্যাপী বিজয় মেলা

মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে বগুড়ার শেরপুর উপজেলায় চারু, কারু ও স্থানীয়ভাবে উৎপাদিত শিল্পপণ্যের প্রদর্শনী ও বিপণনকে কেন্দ্র করে শুরু হয়েছে তিন দিনব্যাপী বিজয় মেলা।
বিজ্ঞাপন
সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ। উপজেলা প্রশাসন, শেরপুর, বগুড়া-এর আয়োজনে এ মেলা চলবে আগামী ১৭ ডিসেম্বর পর্যন্ত।
মেলায় অংশগ্রহণকারী ১২টি স্টলে কৃষি উদ্যোক্তারা তাঁদের উৎপাদিত বিভিন্ন পণ্য প্রদর্শন ও বিক্রি করছেন। এতে একদিকে যেমন উদ্যোক্তারা অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার সুযোগ পাচ্ছেন, অন্যদিকে ক্রেতারা পাচ্ছেন মানসম্মত দেশীয় পণ্য।
বিজ্ঞাপন
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. আব্দুল মজিদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. রেবেকা সুলতানা, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা, উপজেলা প্রশাসনের রফিকুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও উদ্যোক্তারা।








